X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিলাদুন্নবীর সমাবেশ থেকে সরকারের ধারাবাহিকতা রক্ষার আহবান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:০১

মিলাদুন্নবীর সমাবেশ (ছবি: সাজ্জাদ হোসেন) দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারের ধারাবহিকতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। বুধবার (২১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজিত শান্তি সমাবেশ থেকে নেতারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, জঙ্গিবাদ মোকাবিলার জন্য এই সরকারকে সমর্থন দেওয়া সুন্নি মুসলমান, তরকিতপন্থীদের নৈতিক দায়িত্ব।

ঈদে মিলাদুন্নবীর সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘সারা বিশ্বে যখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছিলো, বিভিন্ন মুসলিম রাষ্ট্র বিশৃঙ্খলায় যখন পর্যদুস্ত, মুসলামান নামধারী উগ্রবাদীরা মাঠে নেমেছিলো, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রর্দশন করেছেন। ওলামা কেরামদের মান মর্যাদা ও কর্মসংস্থানের জন্যও এ সরকার কাজ করেছে।’

মিছবাহুর রহমান উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ইসলামী রাজনীতির সঙ্গে বহুদিন ধরে সম্পৃক্ত রয়েছি। সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীনের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়, তার সঙ্গে একটা অ্যালায়েন্সও করেছি। আমরা বিশ্বাস করি, যে মিশন নিয়ে আমরা ১০ বছর আগে বাংলাদেশের যে নেতাকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম, এই ধারা, এ উন্নয়ন অব্যহত থাকবে।’

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন বলেন, ‘জঙ্গিরা বাংলাদেশে আঘাত করার চেষ্টা করেছে। শান্তি প্রিয় মুসলমানদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এই জঙ্গিবাদ বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। জঙ্গিবাদকে দমন করার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ যেন আগামীদিনে ধারাবাহিকভাবে জঙ্গিবাদ মোকাবিলার জন্য থাকে তাই এই সরকারকে সমর্থন দেওয়া সুন্নি মুসলমান, তরকিতপন্থীদের নৈতিক দায়িত্ব।’

মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানি বলেন, ‘অনেকে বলেন সুফি কেরামদের রাজনীতি করা কি ঠিক। কিন্তু নবীর জীবন ও আর্দশ যদি দেখি, তিনি ধর্ম প্রচারের পাশাপাশি সফলভাবে রাষ্ট্র পরিচালনাও করেছেন। এজন্য আমরা সুপ্রিম পার্টি নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি।’

মিলাদুন্নবীর সমাবেশ ও দোয়া (ছবি: সাজ্জাদ হোসেন) উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ১৫ দলের নতুন জোট হিসেবে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স আত্মপ্রকাশ করে। এ অ্যালায়েন্সে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, মাইজভান্ডার দরবার শরিফের সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানির নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টিও রয়েছে। এই জোটের নেতারা ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি সর্মথন জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, ‘ইসলামী দলগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। সমস্ত ইসলামী দলগুলো প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে। এদেশে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস হয়নি এবং হবেও না সেদিকে লক্ষ্য রেখে তিনি (শেখ হাসিনা) রাষ্ট্র পরিচালনা করছেন।’

সমাবশে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযোদ্ধা-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। সমাবেশের আগে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজনে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কালেমা খচিত পতাকা, জাতীয় পতাকা ও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার পতাকাসহ নানা প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে জশনে জুলুসে অংশ নেন মাইজভাণ্ডারিয়ার ভক্তরা।

সমাবেশে উপস্থিত ছিলেন, ফটিকছড়ির সাবেক এমপি মাজাহারুল হক শাহ্ চৌধুরী, , বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-মহাসচিব স উ ম আব্দুস সামাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল, আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর খান প্রমুখ।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা থেকে কোনও প্রকার নির্বাচনি প্রচারণা না চালানোর নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ৩০ ডিসেম্বর ভোটের আগে প্রয়োজন না হলে নতুন করে ধর্মীয় সভা আয়োজন না করারও পরামর্শ দিয়েছে ইসি। মঙ্গলবার ইসি জানায়, যেসব ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে একান্ত প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে তা আয়োজন করা যাবে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!