X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৯:৩৯





জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী। বুধবার (২১ নভেম্বর) সকালে দলের নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নূর হোসাইন কাসেমী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে চলেছে। কমিশন কোনও রাখ-ঢাক না করেই সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। আজ্ঞাবহ এই কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান অন্তরায়। যারা গদি দখলে রাখতে স্বেচ্ছাচারিতা ও জুলুমের রাজত্ব কায়েম করতে চায়, তাদের প্রতিহত করতে দেশের মালিক জনগণকে জাগতে হবে। দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে দুঃশাসনের জবাব দিতে হবে।’
২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জমিয়ত মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্রকারীদের ভয়ে চুপসে গেলে চলবে না। বর্তমান দুঃষহ পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনি সুযোগকে কাজে লাগাতে ভোটের ময়দানে নামতে হবে। নির্বাচনের দিন ভোর থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত আমজনতাকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারায় থাকতে হবে। ঘরে বসে হাহুতাশ, রাগ বা অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকলে কখনও অধিকার ফিরিয়ে দেবে না। তাই অধিকার আদায়ে অবশ্যই সব ন্যায় ও ইনসাফকামী মানুষকে দলবদ্ধ হয়ে আসন্ন ভোটের লড়াইয়ে নামতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতী মুনির হোসাইন কাসেমী, অর্থসম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা