X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ২৩:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:৪৮

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেও ঢাকা-৯ আসন থেকে জমা দিতে পারেননি। তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসা সমর্থকদের অভিযোগ, মির্জা আব্বাসের ছবি দেখেই শেষ দিনে মনোনয়নপত্র জমা নিতে গড়িমসি করেন রিটার্নিং অফিসার কার্যালয়ের নির্বাচনি কর্মকর্তারা। আর নির্বাচনি কর্মকর্তাদের দাবি, সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তা জমা নেওয়া সম্ভব হয়নি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল পাঁচটা পর্যন্ত।
ঢাকা-৯ আসন থেকে মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসেন তার সমর্থকরা। তাদের দাবি, বিকাল সাড়ে ৪টায় তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে হাজির হন। কাগজপত্র তৈরি করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু, ইচ্ছাকৃতভাবে তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।

মির্জা আব্বাসের মনোনয়নপত্র নিয়ে আসা খন্দকার সিকান্দার কাদের বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের আগেই এসেছি। কিন্তু, মির্জা আব্বাসের ছবি দেখে মনোনয়নপত্র শেষ মুহূর্তে জমা নেওয়া হয়নি। যদিও পাঁচটার পর অন্যদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বিকাল ৫টার পরও তাদেরকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের ভেতর অবস্থান করতে দেখা যায়। এ সময় মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্বাচনি কর্মকর্তাদের অনুরোধ করলেও তারা মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা নেয়নি।’

এই বিষয়ে নির্বাচনি কর্মকর্তাদের দাবি, যারা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল পাঁচটার মধ্যে অফিস কম্পাউন্ডে ছিলেন, তাদেরগুলো নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের মনোনয়নপত্র নিয়ে তার সমর্থকরা সময় শেষ হওয়ার পর আসায় তা নেওয়া সম্ভব হয়নি।

রিটার্নিং অফিসার কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘মির্জা আব্বাসেরর মনোনয়নপত্র নিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আসায়, তা নেওয়া যায়নি। তবে, তিনি আগে ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর চারদিনের মাথায় ইসি নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

 

/আরজে/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া