X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাপায় হচ্ছে কী?

সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেন
২৯ নভেম্বর ২০১৮, ২৩:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৩:৫৪

 বৃহস্পতিবার বিকালে জাপার বনানীর কার্যালয়ের সামনে পুলিশি পাহারা দশম জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে ৫ বছর সংসদে ও সরকারে ছিল হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কথা জানিয়েছে। এরইমধ্যে ২২০টি আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জাপার মনোনীতরা। এ অবস্থার মধ্যেই জাতীয় পার্টিতে চলছে ভিন্ন হিসাব-নিকাশ।

অর্থগ্রহণ করেও আসন-বিনিময় না করার অভিযোগ উঠেছে খোদ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিনভর উত্তেজনা গেছে দলের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে। ভাঙচুর করা হয়েছে কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিল। মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ করার ঘটনাও ঘটেছে কয়েকবার।

এ বিষয়ে জাপার চেয়ারম্যানের প্রেসে সেক্রেটারি ও দলের প্রেসিডিয়ামের সদস্য সুনীল শুভরায় অবশ্য বলছেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় বন্ধের খবর প্রসঙ্গেও সুনীলের না, তার মন্তব্য, ‘আমি তো অফিসেই আছি। কোনও ঘটনা ঘটেনি। এমনকি পুলিশও নেই।’

যদিও খবর নিয়ে জানা গেছে, জাপার চেয়ারম্যান এরশাদ ও মহাসচিব রুহুল আমীন—দুজনই আসন নিশ্চিত করার বিনিময়ে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। এমন অভিযোগ নিয়ে গত ২৬ নভেম্বর রাতে মনোনয়ন বঞ্চিত নীলফামারী-৪ আসনের বর্তমান এমপি শওকত চৌধুরী বলেন, ‘আমার টাকা ফেরত দিয়ে স্যারকে (এরশাদ) সৈয়দপুর যেতে বলবেন। না হলে পুলিশ তাকে রক্ষা করতে পারবে না, বলে গেলাম।’ ওই সময় বনানীর কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে বিক্ষুব্ধ কণ্ঠে তার বক্তব্য ছিল, ‘আমি তাকে দেখে নেবো। তাকে ষাট লাখ টাকা দিয়েছি। যখন যা চেয়েছে, সব দিয়েছি, কোন অনুষ্ঠানে টাকা দেইনি? তিনি যখন সৈয়দপুর গেছেন, তার জন্য কী করিনি? আমার টাকা ফেরত দিতে বলিয়েন মোস্তফা ভাই।’

বৃহস্পতিবার বিকালে জাপা কার্যালয়ের ভেতরের দৃশ্য

যদিও বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের কাছে শওকত চৌধুরী তার এই বক্তব্য অস্বীকার করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি মনোনয়ন বাণিজ্য হয়েছে, এমন কোনও অভিযোগ কাউকে করিনি। আমার নাম ব্যবহার করে অপপ্রচার হচ্ছে। প্রথমে মনোনয়ন আমি পাইনি, এটাকে ব্যবহার করে অপপ্রচার হয়েছে।’

গণমাধ্যমে অভিযোগ করেছিলেন আরেক নেতা কাজী মামুনুর রশীদ। তিনিও আজকে আলাপকালে আগের বক্তব্য অস্বীকার করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমি বিগত ১০ বছর যাবৎ জাতীয় পার্টির রাজনীতি করছি। পার্টির চেয়ারম্যান আমার এলাকায় গিয়ে প্রার্থী হিসেবে পরিচিত করে দিয়ে আসছেন। এখন একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য  চেষ্টা চালাচ্ছে।’

কাজী মামুনুর রশীদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রার্থী, মহাজোটের না। দল  আলাপ আলোচনা মাধ্যমে যদি কোনও সিদ্ধান্ত নেয়, আমি সেটাই মেনে নেবো। দলের প্রতি আস্থাশীল। মনোনয়ন নিয়ে বাণিজ্যের বিষয়ে আমি কিছুই জানি না।’

এসব বিষয়কে ‘সেনসেটিভ’ বলে এড়িয়ে যান এরশাদের ছোট ভাই, দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়ন বিষয়ে আমাকে কোখাও রাখা হয়নি। চেয়ারম্যান কাকে রেখেছেন, কাকে দায়িত্ব দিয়েছেন, এ সম্পর্কে কিছু বলতে পারবো না। এই বিষয়গুলো খুব স্পর্শকাতর।’

জাপার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে হঠাৎ এই বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি হয় । এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, এমন তথ্য দিয়েছেন এক নেতা।

বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে উপস্থিত ছিলেন, এমন এক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, মহানগর উত্তরের ক্ষুব্ধ কর্মীরা মনোনয়ন বঞ্চিত নেতা শফিকুল ইসলাম সেন্টুর পক্ষে স্লোগান দিয়ে বোতল ছোড়াছুড়ি করে অফিস ত্যাগ করেন। এ সময় পদত্যাগের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

যদিও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতী সাংবাদিকদের বলেন, ‘না, সেন্টু কেন পদত্যাগ করবেন? আমরা দেখছি তার দাবির বিষয়ে কী করা যায়।’

এসব বিষয়ে জানতে চেয়ে মহাসচিব হাওলাদার ও চেয়ারম্যান এরশাদকে ফোন করা হলেও কেউ-ই ফোন রিসিভ করেননি। পরে সুনীল শুভরায় জানান, ‘আমাদের কার্যালয় সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যায়। আজকেও সেভাবে হয়েছে। কোনও সমস্যা হয়নি।’

অর্থগ্রহণ করে মনোনয়ন দেওয়ার কথা বলে দেওয়া হয়নি, এ বিষয়ে সুনীল শুভরায় বলেন, ‘এগুলো ডাহা মিথ্যা কথা। আমাদের সারাদেশে ২২০টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রার্থী চূড়ান্ত করা হবে।

সুনীল শুভরায় জানান, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। মনোনয়নপত্র যাচাইয়ের পর তা করা হবে।

এদিকে, জাপার একটি অসমর্থিত সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাশীদের কাছে ধরা দিচ্ছেন না জাপার মহাসচিব হাওলাদার। গুলশানের বাসায়, তার তেজগাঁওয়ের ব্যবসায়িক কার্যালয়, এমনকি বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়েও নেতাকর্মীরা তার সন্ধান পাচ্ছেন না, এমন কথা এখন দলের নেতাকর্মীদের মুখে মুখে।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা