X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএনপির প্রতি তার অভিমান

সালমান তারেক শাকিল
৩০ নভেম্বর ২০১৮, ০৪:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৪:০২





সাইফুদ্দিন মনি বিএনপির প্রতি অভিমান জমেছে ২০ দলীয় জোটের শরিক নেতা সাইফুদ্দিন মনির মনে। এ অভিমান থেকে ডেমোক্র্যাটিক লীগের (ডিএল) এই প্রধান নেতা বিএনপির বিরুদ্ধে সম্মিলিত সিদ্ধান্ত নিতে অক্ষমতা, আসন বণ্টন ও প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারিতা এবং শরিকদের খোঁজ-খবর না রাখার প্রশ্ন তুলবেন। এ জন্য শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেন সাইফুদ্দিন মনি। তার নেতৃত্বাধীন ডিএল জোটের একমাত্র দল, যে দল নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম তুলেছে অন্য মার্কা নিয়ে। আর এ থেকেই জোটে সন্দেহ ঘনীভূত হয়, মনি জোট ছাড়ছেন।
যদিও বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘না, ২০ দলীয় জোট ছাড়ার কোনও প্রশ্ন বা কারণ নেই। জোটে থেকেই আমি কিছু কথা বলবো। আমার খোঁজ-খবর না রাখার বিষয়ে কথা বলবো। শরিকদের কোনও খোঁজ নেয় না।’
সাইফুদ্দিন মনি জানান, যদি সংবাদ সম্মেলনে না আসতে পারেন, তাহলে বুঝবেন গ্রেফতার হয়েছেন।
‘আমি গ্রেফতার হয়েছি। বিএনপি কোনও খোঁজ নেয় না। কোনও শরিকের খোঁজ নেয় না। একক সিদ্ধান্তে তারা প্রতীক চাপিয়ে দিচ্ছে অন্য শরিকদের’, সাইফুদ্দিন মনির কণ্ঠে ক্ষোভ।
জানা গেছে, সংবাদ সম্মেলন করার পর সাইফুদ্দিন মনি ২০ দলীয় জোটের সমন্বয়ক অলি আহমদের কাছে যাবেন। তার কাছে গিয়ে বিএনপির বিষয়ে বলে আসবেন।
ডিএল প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাথা নিচু করে আসন নেবো কেন—ধানের শীষ হোক, অন্য প্রতীক হোক? এটা তো আলোচনা করতে হবে। আমি মার্কায় করবো কিনা, এটা জানতে চাইবে না।’
ডিএল সূত্র জানায়, গত ২৩ নভেম্বর কলাবাগান থানা পুলিশের হাতে আটক হন সাইফুদ্দিন মনি। সেখান থেকে তাকে ধানমন্ডি থানায় আনা হয়। তিন ঘণ্টা পর সাদা কাগজে সই দিয়ে তিনি থানা থেকে বেরিয়ে আসেন। এর আগে পুলিশ মনির কাছে নানা বিষয়ে জানতে চায়। ওই সময় তিনি ছড়া-কবিতা শোনালে পুলিশ তাকে কবি মনে করে ছেড়ে দেয়।
পুলিশ তার সঙ্গে অনেকক্ষণ কথা বলে নানা বিষয় জানতে চায়। এ সময় সাইফুদ্দিন মনি পুলিশকে একটি ছড়া কবিতা আবৃত্তি করে শোনান। এই আটকের খবরেও বিএনপির পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
যদিও বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, গত সাত-আট দিনে বিএনপির সিনিয়র নেতারা মনোনয়ন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। সে কারণে জোট শরিকের আটকের খবর শুনেও কোনও খোঁজ নিতে পারেনি।
সাইফুদ্দিন মনি জানান, সংবাদ সম্মেলনে তিনি সবিস্তারে বলবেন।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া