X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচন হবে কিনা, জনমনে প্রশ্ন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:৩৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখনও গ্রেফতার হামলা চলছে। এ অবস্থায় নির্বাচন কতটুকু সম্ভব, কীভাবে সম্ভব। নির্বাচন হবে কিনা, আজ খুব স্বাভাবিকভাবে জনমনে এই প্রশ্ন উঠেছে। এই প্রহসনের নির্বাচন করে লাভ কী। এখন একটি কথা এসে গেছে যে, আস্থা, যেটি আগেও ছিল না, এখনও নেই।’

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর দিন খালেদা জিয়া বলেছিলন, আবার নতুন করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। পুরো জাতিকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গ্রেফতার, হামলা, মামলা এসব বন্ধ করতে হবে। এ অবস্থায় নির্বাচনের কী পরিণতি হবে আমরা বুঝতে পারছি না।’   

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবেই বলতে চাই গায়েবি মামলায় গ্রেফতার বন্ধ করুন, গ্রেফতারদের মুক্তি দিন, অন্যথায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির সব দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।’

বিচার বিভাগকে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশেষ করে নিম্ন আদালত, আইন মন্ত্রণালয়ের অধীনে সরকার এই নির্যাতন চালাচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। হাইকোর্ট থেকেও কিছু কিছু নির্দেশ আসছে, যা কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকারের বশংবদ নির্বাচন কমিশনও সরকারের নীলনকশা বাস্তবায়নের জন্য উৎসাহ নিয়ে কাজ করে চলেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের জন্য আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচন কমিশন নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু করার কোনও উদ্যোগ নিচ্ছে না। আমরা বারবার তাদের সমস্যাগুলো নিরসনের আহ্বান জানিয়েছি। তারা কর্ণপাত করছে না।’

নির্বাচন হবে কিনা, জনমনে প্রশ্ন: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনও পরিবেশ তৈরি করেনি বলে দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে ও গ্রেফতার চলছে।’

আওয়ামী লীগের প্রার্থীরা মিছিলসহ ঘুরে বেড়াচ্ছে ও বক্তব্য দিচ্ছে। কিন্তু বিএনপির প্রার্থীদের গ্রেফতার, অপহরণ ও গুম করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো নির্বাচনে থাকার জন্য এসেছি। নির্বাচন করার জন্য তো এত কষ্ট করছি। কিন্তু এই নির্বাচনে জনগণ শেষ পর্যন্ত থাকবে, আপনাদের কী মনে হয়।’

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের প্রার্থীদের সবার নামেই মামলা আছে। শুধু তা-ই নয়, আমার বিরুদ্ধে একশর বেশি মামলা আছে। এর কম বেশি সব প্রার্থীর বিরুদ্ধে আছে।’

আগামী ১-২ দিনের মধ্যে বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে তাদের অভিযোগগুলো অফিসিয়ালি জানিয়ে দিয়ে আসবে বলেও জানান মির্জা ফখরুল।

শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে কিনা সন্দেহ রয়েছে বলে দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে চাই না। কারণ, তিনি বেশিরভাগ সময় অবান্তর কথা বলেন। তিনি আগে বলেছিলেন আমরা প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবো না। এখন দেখেন বেশিরভাগ আসনে আমাদের একাধিক প্রার্থী রয়েছে।’

জামায়াত ইসলামীকে ধানের শীষের প্রতীক দেওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে জামায়াতে ইসলামী বলে কেউ নেই। সবাই ধানের শীষের।’    

মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, নির্বাচন কমিশনের হিসাবে ২৯৫ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। তাহলে ৫ আসন কাদের ছেড়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন জোটের ও ফ্রন্টের শীর্ষ ৫ নেতাকে শুধু আসন ছেড়ে দিয়েছি।’ 

এছাড়াও গত ৮ নভেম্বর থেকে এক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল ।

 

/এএচইআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’