X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেন হাওলাদার থেকে মুখ ফিরিয়ে নিলেন এরশাদ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

হুসেইন মুহম্মদ এরশাদ ও রুহুল আমীন হাওলাদার

অনেকটা হঠাৎ করেই সোমবার সকালে (৩ ডিসেম্বর) দীর্ঘদিনের বিশ্বাসভাজন এবিএম রুহুল আমীন হাওলাদারকে দলের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

হাওলাদারকে সরিয়ে দেওয়ায় দলের নেতাকর্মীদের একটি বড় অংশ উৎফুল্ল হলেও প্রশ্ন উঠেছে—কেন তাকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হলো? এ প্রসঙ্গে দলের নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে বাংলা ট্রিবিউনের। তারা বলছেন, প্রথমত পটুয়াখালী-১ আসন থেকে রুহুল আমীন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হওয়ায় দলের ভেতরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এরশাদ। গতকাল রবিবার (২ ডিসেম্বর) পটুয়াখালী রিটার্নিং অফিসার বলেন, ‘হাওলাদার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় তিনি ঋণখেলাপি হয়েছেন।’

জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ঘনিষ্ঠ একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রুহুল আমীন হাওলাদারকে সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে তার মনোনয়নপত্র বাতিল। তার এই পরিণতির কারণে এরশাদ ও দল বিব্রতবোধ করছে। এ ছাড়া কোনও কারণ নেই।’

এবিএম রুহুল আমিন হাওলাদার ২০০২ সালে জাপার মহাসচিব মনোনীত হন। ১১ বছর পর ২০১৩ সালের ১০ এপ্রিল তাকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দুই বছর পর ১৯ জানুয়ারি ২০১৬ তারিখে তাকে পুনরায় মহাসচিব পদে নিয়োগ দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র।

১৯৮১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন হাওলাদার। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি সংসদের হুইপ, কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সর্বশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পটুয়াখালী-১ থেকে সাংসদ হন।

জাপার নেতাকর্মীরা অবশ্য বলছেন, যে কারণেই হাওলাদারকে সরিয়ে দেওয়া হোক, তাতে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ইতোমধ্যেই অভিযোগ রয়েছে, হাওলাদার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। এই অর্থের একটি অংশ দলের হাইকমান্ডের কাছেও গেছে। এ বিষয়টি সম্পর্কে দলের নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানিয়েছেন, ‘দলের প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

যদিও প্রেসিডিয়ামের আরেক সদস্য বলছেন, ‘তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। এতে কিছু হবে বলে মনে হয় না। হাওলাদার নিজেই দলের চেয়ারম্যানের ঘনিষ্ঠ মানুষ।’

জাপার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রুহুল আমীন হাওলাদারকে পদ থেকে সরিয়ে দেওয়ায় নেতাকর্মীরা উৎফুল্ল। জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের চেয়ারম্যান মনে করেছেন মহাসচিব পরিবর্তন করবেন, করেছেন। এতে আমাদের কোনও মত নেই। তিনি যা ভালো মনে করেছেন, তা হয়েছে।’

প্রেসিডিয়াম সদস্য ও প্রেস সেক্রেটারি সুনীল শুভরায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলেই মহাসচিব পরিবর্তন করেছেন চেয়ারম্যান। নির্বাচনের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে জাপাকে এগিয়ে থাকতে হবে।’

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না