X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১০ ডিসেম্বরের পর আপনারা পালানোরও রাস্তা পাবেন না: ক্ষমতাসীনদের উদ্দেশে রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪

জাসদের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আ স ম রব ক্ষমতাসীনদের দেশ ছেড়ে না পালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাবো। এতদিন তো মনোনয়ন নিয়ে ব্যস্ত ছিলাম। ১০ ডিসেম্বরের পর দেশে গণজোয়ার সৃষ্টি হবে। তখন আপনারা পালানোরও রাস্তা পাবেন না।’ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত জাসদের ‘নির্বাচনি ইশতেহার ঘোষণা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘আমরা যেন নির্বাচনে না আসি, তার জন্য সরকার বহু চেষ্টা করে যাচ্ছে। তারা মনে করেছে তড়িঘড়ি করে নির্বাচন দিলে ২০১৪ সালের মতো আমরা নির্বাচনে যাবো না। কিন্তু আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।’

ভোটকেন্দ্র আওয়ামী লীগ পাহারা দেবে বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে আ স ম রব বলেন, ‘নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিতে চান, পরে দেশ থেকে পালাবেন না তো? আশা ক‌রি ভোটকেন্দ্রে থাকবেন, আমরাও নির্বাচনে যাবো।’

আ স ম রব আরও বলেন, ‘সামান্য দুই কোটি টাকার মামলায় খালেদা জিয়াকে আটক করে রেখেছেন। তাকে মুক্তি দিতে হবে। যেভাবে বঙ্গবন্ধুকে আটক করে রাখতে পারেনি, জাতীয় নেতাদের আটক করে রাখতে পারেনি, রবকে আটক করে রাখতে পারেনি, তেমনি খালেদা জিয়াকেও আটক করে রাখতে পারবেন না।’

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আ স ম বলেন, ‘আপনারা আমাদের ভাই। আপনারা দেশের জন্য কাজ করুন। জনগণের জন্য কাজ করুন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। আর যদি তা না পারেন, তাহলে নিরপেক্ষ থাকুন।’

সংবাদ সম্মেলনে জেএস‌ডির ইশতেহার ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন।

/‌এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা