X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আসনে সন্তুষ্ট নয় যুক্তফ্রন্ট: মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬

গোলাম-সারোয়ার-মিলন আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট থেকে পাওয়া আসন নিয়ে সন্তুষ্ট নয় যুক্তফ্রন্ট। এ নিয়ে জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘মহাজোটের আসন বণ্টনে যুক্তফ্রন্টের প্রার্থীর সংখ্যা নিয়ে আমরা সন্তুষ্ট নই।’ শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি একথা জানান।
যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বলেন, ‘মহাজোটে আমাদের যোগ্য এবং বিজয়ের সম্ভাবনাময় অনেক প্রার্থী রয়েছে। মাত্র তিনজন প্রার্থীকে মহাজোটের মনোনয়ন দেওয়ায় যুক্তফ্রন্টের নেতাকর্মীরা হতাশ। তারা ক্ষোভও প্রকাশ করেছেন। এ বিষয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে মহাজোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু, পরিতাপের বিষয়, সেই প্রত্যাশিত আলোচনা এখনও অনুষ্ঠিত হয়নি।’
বিবৃতিতে মিলন আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীর সঙ্গে মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি আগামীকাল শনিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার যথেষ্ট সুযোগও রয়েছে।’  

যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন জানান, মহাজোটের মনোনয়নের বিষয়ে আগামীকাল শনিবার বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি-তে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী বক্তব্য উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনের সময় পরে জানানো হবে।

 

/এএইচআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’