X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গণফোরাম-জেএসডি-নাগরিক ঐক্যকে ১৭ আসন ছাড় দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

গণফোরাম-জেএসডি-নাগরিক ঐক্যকে ১৭ আসন ছাড় দিলো বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩টি দলকে ১৭টি আসন দিয়েছে বিএনপি। এরমধ্যে গণফোরামকে ৭, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-কে ৫, নাগরিক ঐক্যকে ৫টি আসন দেওয়া হয়েছে। এই ৩ দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলগুলোর নেতাদের ধানের শীষের চিঠি দেওয়া হয়।

গণফোরামের আসন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ‘ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন ও মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুরকে দেওয়া হয়েছে।

জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৫টি আসনের চিঠি পেয়েছি। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে।’

জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরীয়তপুর-১ নূরুল ইসলাম ও কিশোরগঞ্জ-৩ আসনে ড. সাইফুল।

নাগরিক ঐক্যের নেতা জাহিদ উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৫টি আসনের বিষয়ে নিশ্চিত করেছে বিএনপি।’

নাগরিক ঐক্যের মনোনয়নপ্রাপ্তরা হলেন, বগুড়া-২ মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল-৪ কে এম নুরুর রহমান।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপির এখনও আসন সমঝোতা হয়নি। দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও চিঠি পায়নি। এটা নিয়ে আলোচনা চলছে।’

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা