X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্ট ও ২০ দলের নিবন্ধনভুক্ত শরিকদের যারা ধানের শীষে লড়বেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

ধানের শীষ


২০ দলীয় জোটের শরিক ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নিবন্ধিত দলগুলোর মধ্যে যারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) তার তালিকা জমা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকা রবিবার (৯ ডিসেম্বর) বিকালে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির ইসিতে জমা দেন।

তালিকা অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরামের ৭ জন, জেএসডির চারজন, কৃষক শ্রমিক জনতা লীগের চারজন, বিশ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চারজন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিনজন, খেলাফত মজলিসের দুইজন, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন করে প্রার্থী ধানের শীষে ভোট করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গণফোরামের যারা ধানের শীষ নিয়ে লড়বেন তারা হচ্ছেন, কুড়িগ্রাম-২ আসনে আমসাআ আমিন, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মোহসীন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।
ঐক্যফ্রন্টের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ধানের শীষ নিয়ে লড়বেন কিশোরগঞ্জ-৩ আসনে প্রফেসর ডক্টর মুহম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আবদুর রব।
ঐক্যফ্রন্টের আরেক শরিক কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন টাঙ্গাইল-৪ আসনে মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ আসনে কুঁড়ি সিদ্দিকী, গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী এবং নাটোর-১ আসনে মঞ্জুরুল ইসলাম।
এছাড়া ২০ দলীয় জোটের হয়ে নিবন্ধনভুক্ত দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহীনুর পাশা চৌধুরী ও সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক।
এলডিপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মো. শাহাদাত হোসেন সেলিম ও চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল ইসলাম। উল্লেখ্য, এলডিপি ২০ দলীয় জোট থেকে মোট ৫টি আসন পেয়েছে। তবে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন পেলেও লড়বেন এলডিপির দলীয় প্রতীক ছাতা নিয়ে।
খেলাফত মজলিস থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন হবিগঞ্জ-২ আসনে আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন চট্টগ্রাম-৫ আসনে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।
আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসনে লড়বেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার