X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

তিন আসনে নৌকা, পাঁচটিতে মশাল নিয়ে ভোট করবে জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

 

তিন আসনে নৌকা, পাঁচটিতে মশাল নিয়ে ভোট করবে জাসদ হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি আসনে নৌকা ও পাঁচটি আসনে দলীয় প্রতীক মশাল নিয়ে ভোট করবে। এছাড়া, দলটির ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রবিবার (৯ ডিসেম্বর) এ বিষয়ে হাসানুল হক ইনু স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি দলের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

একটি চিঠিতে বলা হয়েছে, দশম সংসদের মতো একাদশ সংসদেও জাসদ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। এরই অংশ হিসেবে ১৪ দলীয় নির্বাচনি মহাজোট মনোনীত আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নৌকা প্রতীক নিয়ে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাসদ। নৌকা প্রতীক নিয়ে জাসদের যেসব প্রার্থী ভোট করবেন, তারা হলেন—কুষ্টিয়া-২ আসানে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন।

অন্য চিঠিতে বলা হয়েছে, জাসদের যেসব প্রার্থী দলীয় প্রতীক মশাল নিয়ে যারা ভোট করবেন তারা হলেন—ব্রাহ্মণাবাড়িয়া-৫ আসনে অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, গাইবান্ধা-৩ আসনের এসএম খাদেমুল ইসলাম খুদি, ময়মনসিংহ-৬ আসনে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, রংপুর-২ আসনে কুমারেশ চন্দ্র রায় ও বরিশাল-৬ আসনে মো. মোহসীন। নির্বাচন কমিশন সচিবকে লেখা পৃথক চিঠিতে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। এসব চিঠির অনুলিপি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।

এছাড়া যাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—লালমনিরহাট-১ আসনে মো. ছাদেকুল ইসলাম, লালমনিরহাট-২ আসনে উত্তম কুমার রায়, রংপুর-৩ আসনে সাখাওয়াত হোসেন রাঙ্গা, জয়পুরহাট-২ আসনে আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, বগুড়া-১ আসনে অ্যাডভোকেট মো. হাসান আকবর আফজাল, বগুড়া-৩ আসনে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বগুড়া-৫ আসনে রাসেল মাহমুদ, বগুড়া-৬ আসনে ইমদাদুল হক ইমদাদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মনিরুজ্জামান, নওগাঁ-৫ আসনে এসএম আজাদ হোসেন মুরাদ, নাটোর-১ আসনে মো. মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ-৬ আসনে মো. শফিকুজ্জামান শফি, পাবনা-২ আসনে মো. রেজাউর রহিম, কুষ্টিয়া-১ আসনে শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-৪ আসনে রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা-১ আসনে মো. সবেদ আলী, যশোর-৩ আসনে অ্যাডভোকেট রবিউল আলম, সাতক্ষীরা-১ আসনে শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু, পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, টাঙ্গাইল-৪ আসনে ডা. এসএম আবু মোস্তফা, টাঙ্গাইল-৬ আসনে সৈয়দ নাভেদ হোসেন, ময়মনসিংহ-৯ আসনে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে শওকত আলী, মানিকগঞ্জ-১ আসনে আফজাল হোসেন খান জকি, ঢাকা-৪ আসনে অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, ঢাকা-৬ আসনে কাজী সালমা সুলতানা, গাজীপুর-৩ আসনে মো. জহিরুল হক মণ্ডল বাচ্চু, নরসিংদী-২ আসনে জায়েদুল কবির, রাজবাড়ী-২ আসনে সুশান্ত কুমার বিশ্বাস, শরীয়তপুর-২ আসনে অভিনেতা মো. ফিরোজ মিয়া, চাঁদপুর-৫ আসনে মো. মনির হোসেন মজুমদার, নোয়াখালী-১ আসনে ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ, নোয়াখালী-৩ আসনে জয়নাল আবেদীন সরকার, চট্টগ্রাম-১০ আসনে মো. আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ আসনে জসিম উদ্দিন ও চট্টগ্রাম-১৪ আসনে মি. সুযশময় চৌধুরী।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই