X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শরিকদের যে ৫৮ আসন ছাড় দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্যে ২৪২টি আসন রেখে শরিকদের ৫৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে বিএনপি ও শরিকরা অংশ নিচ্ছে ‘ধানের শীষ’ প্রতীকে। এর বাইরে এলডিপির প্রধান অলি আহমেদ করছেন নিজ দলের ‘ছাতা’ প্রতীকে এবং কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমান আযাদ স্বতন্ত্রভাবে প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

শরিকদের যে আসগুলো ছেড়ে দিয়েছে বিএনপি তারমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামকে ৭টি, জেএসডিকে ৪টি, নাগরিক ঐক্যকে ৪টি এবং কৃষক শ্রমিক জনতা লীগকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফ্রন্টের সর্বমোর্ট আসন ১৯টি।

অন্যদিকে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ২২টি, এলডিপিকে ৫টি, খেলাফত মজলিশকে ২টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ৩টি, জাতীয় পার্টি (কাজী জাফর)-কে ২টি; বিজেপি, কল্যাণ পার্টি, এনপিপি, লেবার পার্টি ও পিপিবিকে একটি করে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ২০ দলীয় জোট পেয়েছে ৩৯টি আসন।

 জাতীয় ঐক্যফ্রন্টের যারা চূড়ান্ত মনোনয়ন পেলেন

জেএসডি:  আ স ম আব দুর রব (লক্ষীপুর-৪), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪),  শহিদউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮), সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩)।

কৃষক শ্রমিক জনতা লীগ: বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী ( টাঙ্গাইল-৮) , লিয়াকত আলী (টাঙ্গাইল-৪), ইকবাল সিদ্দিকী (গাজীপুর-৩), মনজুরুল ইসলাম (নাটোর-১)।

গণফোরাম: সুব্রত চৌধুরী (ঢাকা-৬),  মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-৭),  এ এইচ এম খালেকুজ্জামান (ময়মনসিংহ-৮), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), অধ্যাপক আবু সাঈয়িদ (পাবনা-১), আমসা আমিন (কুড়িগ্রাম-২), সুলতান মো. মনুসর আহমেদ (মৌলভীবাজার-২)।

নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্না ( বগুড়া-২),  এসএম আকবর (নারায়নগঞ্জ-৫), শাহ রহমত উল্লাহ (রংপুর-১) , নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪)।

২০ দলীয় জোটের যারা চূড়ান্ত মনোনয়ন পেলেন

ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নড়াইল-২ আসনে এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, রংপুর-৩ আসনে পিপলস পার্টির রিটা রহমান, চট্টগ্রাম- ৫ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, পিরোজপুর-২ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান।

এলডিপির যারা মনোনয়ন পেয়েছেন: চট্টগ্রাম-১৪ আসনে অলি আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল আলম, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষীপুর-১ আসনে সাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

খেলাফত মজলিশ থেকে যারা মনোনয়ন পেয়েছেন: হবিগঞ্জ-৪ আসনে আহমেদ আবদুল কাদের, হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিদ আজাদ। 

জমিয়তে উলামায়ে ইসলাম যারা মনোনয়ন পেয়েছেন: সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা শাহিনুর পাশা, যশোর-৫ আসনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ও নারায়নগঞ্জ-৪ আসনে মুফতি মুনির হোসেন।

জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে মনোনয়ন পেয়েছেন:  গাইবান্ধা-৩ আসনে ড. টি আই ফজলে রাব্বী চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিংকন।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শুধু এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ নিজ দলের ‘ছাতা’ প্রতীকে ভোট করবেন। 

জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন যারা:

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পারোয়ার, খুলনা-৬  আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চট্টগ্রাম- ১৫ আসনে শামসুল ইসলাম, কক্সাবাজার-২  আসনে হামিদুর রহমান আযাদ, ঠাকুরগাঁও -২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১  আসনে আবু হানিফ, দিনাজপুর-৬  আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, বাগেরহাট-৩ আসনে আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনে আবদুল আলীম, যশোর-২ আসনে আবু সাঈদ মো. সাহাদাত হোসেইন, ঝিনাইদহ-৩ আসনে মতিউর রহমান, পাবনা-৫ আসনে ইকবাল হোসেইন, রংপুর-৫ আসনে গোলাম রাব্বানী।

এছাড়া যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে পাবনা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের হয়ে ধানের শীষে প্রার্থী হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈয়িদ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশীদ।

সর্বশেষ গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে বিএনপি ২৫৯টি আসনে এককভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়।

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উইজডেনের লিডিং ক্রিকেটার প্যাট কামিন্স
উইজডেনের লিডিং ক্রিকেটার প্যাট কামিন্স
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি