X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীর ১৫টি আসনে যার যে প্রতীক

রাফসান জানি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০৬

দলীয় প্রতীক গ্রহণ করেন ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩২ জন প্রার্থী। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দেওয়া হয়। প্রধান রাজনৈতিক দলগুলোর কয়েকজন প্রার্থী সশরীরে এসে প্রতীক নিয়ে গেলেও বাকিরা তাদের মনোনীত ব্যক্তিকে কমিশনার কার্যালয়ে পাঠিয়েছেন। তাদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন ঢাকা বিভাগের কমিশনার ও রির্টার্নিং কর্মকর্তা কে এম আলী আজম।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। তবে কেউ যেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করেন, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন কে এম আলী আজম।

কে, কোন দলের তা বিবেচনা না করে সবার প্রতি একই আচরণ করা হবে আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচনের আচরণ বিধিমালা মেনে সবাইকে প্রচারণা চালাতে হবে। বিধিমালা প্রতিপালন না হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল এটাও প্রার্থীদের মনে করিয়ে দেন তিনি।

১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ এ ৯ জন, ৫ আসনে ১০ জন, ৬ আসনে ৮ জন, ৭ আসনে ১৪ জন, ৮ আসনে ১৪ জন, ৯ আসনে ৭ জন, ১০ আসনে ৬ জন, ১১ আসনে ৮ জন, ১২ আসনে ৬ জন, ১৩ আসনে ১০ জন, ১৪ আসনে ৭ জন, ১৫ আসনে ১০ জন, ১৬ আসনে ৭ জন, ১৭ আসনে ১০ জন ও ১৮ আসন থেকে ৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীক গ্রহণ করছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থীদের ধানের শীষ,জাতীয় পার্টির দলীয় প্রার্থীদের লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাতপাখা, গণফ্রন্টের প্রার্থীদের মাছ, জাকের পার্টির প্রার্থীদের গোলাপ ফুল,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীদের কাস্তে,বিকল্পধারার প্রার্থীদের কুলা,গণফোরামের প্রার্থীদের উদীয়মান সূর্য,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)-র প্রার্থীদের মশাল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)প্রার্থীদের আম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)প্রার্থীদের ছাতা, জাতীয় পার্টি (জেপি)-র প্রার্থীদের বাইসাইকেল, বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) এর প্রার্থীদের চাকা, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীদের গামছা, গণতন্ত্রী পার্টির প্রার্থীর কবুতর,ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোজাফফর) এর প্রার্থীদের কুঁড়েঘর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির  প্রার্থীদের হাতুড়ি,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)প্রার্থীদের তারা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)প্রার্থীদের মই, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র প্রার্থীদের গরুর গাড়ি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থীদের ফুলের মালা,বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীদের বটগাছ,বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীদের  হারিকেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  প্রার্থীদের খেজুর গাছ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)-র প্রার্থীদের বাঘ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এর প্রার্থীদের গাভী,বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীদের কাঁঠাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীদের চেয়ার, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীদের হাতঘড়ি, ইসলামী ঐক্যজোটের প্রার্থীদের মিনার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের রিকশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থীদের মোমবাতি, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীদের হুক্কা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের কোদাল, খেলাফত মজলিসের প্রার্থীদের দেয়াল ঘড়ি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থীদের হাত (পাঞ্জা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর প্রার্থীদের ছড়ি ও  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থীদের তাদের দলীয় প্রতীক টেলিভিশন নির্বাচন কমিশনের নির্দেশে বরাদ্দ করেছেন প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তারা।

এছাড়াও আওয়ামী লীগের জোটভুক্ত ১৪ দল ও মহাজোটভুক্ত প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দের জন্য দলটির সভাপতি শেখ হাসিনা অনুরোধ করায় এবং  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত প্রার্থীদের ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ করায় নির্বাচন কমিশন এসব প্রার্থীকেও চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়। এ নিয়ম অনুযায়ী ঢাকার রিটার্নিং অফিসারও দলগুলোর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন।

দলীয় প্রতীক ধানের শীষ গ্রহণ করেন বিএনপি মনোনীত এক প্রার্থী

ঢাকা-৪: ৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই আসনে। ধানের শীষ নিয়ে সালাহ্ উদ্দিন আহমেদ, লাঙল প্রতীকে সৈয়দ আবু হোসেন, হাতপাখা নিয়ে সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ, গোলাপ ফুল প্রতীকে মো.আজাদ মাহমুদ, মিনার প্রতীকে শাহ আলম, মশাল প্রতীকে হাবিবুর রহমান শওকত, মাছ প্রতীকে গণফ্রন্টের সহিদুল ইসলাম মোল্যা, আম প্রতীকে সুমন কুমার রায় ও কুলা প্রতীকে মো.কবির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৫: ১০ জন প্রার্থী রয়েছেন ঢাকা-৫ আসনে। নৌকা প্রতীক নিয়ে হাবিুবর রহমান মোল্যা, ধানের শীষে মো.নবীউল্লা, হাত পাখা নিয়ে আলতাফ হোসেন, লাঙল প্রতীকে মীর আব্দুস সবুর, উদীয়মান সূর্য নিয়ে গণফোরামের এস এম আলতাফ হোসেন, কুঁড়েঘর নিয়ে ন্যাপের আবদুর রশীদ, মিনার নিয়ে আব্দুল কাইয়ুম,আম প্রতীকে আরিফুর রহমান, গোলাপ ফুল নিয়ে রবিউল ইসলাম ও মাছ প্রতীকে গণফ্রন্টের শামীম মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৬: এই আসন থেকে আটজন প্রার্থী অংশ নিবেন একাদশ নির্বাচনে। লাঙল প্রতীকে কাজী ফিরোজ রশীদ, মাছ প্রতীকে আহম্মেদ আলী শেখ, হারিকেন নিয়ে ববি হাজ্জাজ, আম প্রতীকে আকতার হোসেন, কাস্তে প্রতীকে আবু তাহের হোসেন, ধানের শীষ প্রতীকে গণফোরামের সুব্রত চৌধুরী, বাইসাইকেল প্রতীকে সৈয়দ নাজমুল হুদা ও হাত পাখা প্রতীকে মো. মনোয়ার খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৭: আসনটিতে প্রার্থী রয়েছেন ১২জন। নৌকা প্রতীকে হাজী মো. সেলিম, ধানের শীষে গণফোরামের প্রার্থী মোস্তফা মহসিন মন্টু, লাঙল নিয়ে তারেক আহমেদ আদেল, মই নিয়ে বাসদের খালেকুজ্জামান, মাছ প্রতীকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, হারিকেন প্রতীকে আফতাব হোসেন মোল্লা, টেলিভিশন নিয়ে জাহাঙ্গীর হোসেন, আম প্রতীকে মাসুদ পাশা, উদীয়মান সূর্য প্রতীকে মোশারফ হোসেন, বটগাছ প্রতীকে হাবিবুল্লাহ, গোলাপ ফুল নিয়ে বিপ্লব চন্দ্র বণিক ও হাতপাখা নিয়ে আবদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হাতপাখা প্রতীক গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক প্রার্থী

ঢাকা-৮:  ঢাকার এই আসনে প্রতিদ্বন্দ্বী রয়েছেন চৌদ্দজন। নৌকা প্রতীকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ধানের শীষ প্রতীকে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বাঘ প্রতীকে আবুল কালাম আজাদ, মিনার প্রতীকে আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার, টেলিভিশন নিয়ে আব্দুস সামাদ সুজন, মোমবাতি নিয়ে এস এম সরওয়ার, হাতপাখা নিয়ে আবুল কাশেম, লাঙল নিয়ে ইউনুস আলী আকন্দ, মাছ প্রতীকে জাকির হোসেন, আম প্রতীকে ছাবের আহাম্মদ, গোলাপফুল প্রতীকে নজরুল ইসলাম লিটন, মই নিয়ে বাসদের শম্পা বসু, গাভী প্রতীকে সুমি আক্তার শিল্পী ও কুঁড়েঘর প্রতীকে হাসিনা হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-৯: সাতজন প্রতিদ্বন্দ্বী রয়েছে এই আসনে। ধানের শীষ প্রতীকে আফরোজা আব্বাস, নৌকা নিয়ে সাবের হোসেন চৌধুরী, হাতপাখা নিয়ে মোহাম্মদ মানিক মিয়া, আম প্রতীকে মাহফুজা আক্তার, টেলিভিশনে মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, হারিকেন নিয়ে মো. আ. মোতালেব ও গোলাপ ফুল নিয়ে জাকের পার্টির হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১০: আসনটিতে প্রার্থীর সংখ্যা ছয়জন। নৌকা নিয়ে শেখ ফজলে নূর তাপস, ধানের শীষে আবদুল মান্নান, আম প্রতীকে কে এম শামসুল আলম, হাতা পাখা নিয়ে মো. আ. আউয়াল, বাঘ প্রতীকে বাহারানে সুলতান বাহার ও লাঙল নিয়ে হেলাল উদ্দিন নির্বাচনে অংশ নেবেন।

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীক গ্রহণ করেন ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকা-১১: আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। নৌকা নিয়ে এ কে এম রহমতুল্লাহ, ধানের শীষে শামীম আরা বেগম, হারিকেন নিয়ে শরীফ মো. মিরাজ হোসাইন, আম প্রতীকে মিজানুর রহমান, হাতপাখা নিয়ে আমিনুল ইসলাম, কাঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুল বাতেন, উদীয়মান সূর্য নিয়ে মোজাম্মেল হক(বীর প্রতীক) নির্বাচন করবেন।

ঢাকা-১২: ছয়জন প্রার্থী রয়েছে আসনটিতে। নৌকা প্রতীকে আসাদুজ্জামান খান কামাল, ধানের শীষে সাইফুল আলম নীরব, লাঙল নিয়ে নাসির উদ্দিন সরকার, হাতপাখায় শওকত আলী হাওলাদার, কোদাল নিয়ে জোনায়েদ আব্দুর রহিম সাকি ও আম প্রতীকে শাহীন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-১৩: দশজন প্রার্থী আসনটি প্রতিদ্বন্দ্বিতা করবেন। নৌকা প্রতীকে সাদেক খান, ধানের শীষে আব্দুস সালাম, কাস্তে নিয়ে খান আহসান হাবীব, টেলিভিশন নিয়ে দুলাল কান্তি লালা, মোমবাতি নিয়ে মুহাম্মদ আব্দুল হাকিম, ফুলের মালা প্রতীকে কামুল আহসান, বাঘ প্রতীকে জিয়াদুল করিম টিপু, কুলা প্রতীকে মাহবুবুর রহমান, হাতপাখা নিয়ে মুরাদ হোসেন ও লাঙল প্রতীকে শফিকুল ইসলাম নির্বাচনে অংশ নিবেন।

ঢাকা-১৪: মোট সাতজন প্রার্থী রয়েছে এই আসনে। নৌকায় আসলামুল হক, ধানের শীষে সৈয়দ আবু বকর সিদ্দিক, টেলিভিশন প্রতীকে আনোয়ার হোসেন, হাতপাখা নিয়ে আবু ইউসুফ, লাঙল নিয়ে মোস্তাকুর রহমান, গোলাপফুল প্রতীকে জাকির হোসেন ও কাস্তে প্রতীকে রিয়াজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১৫: দশজন প্রার্থী রয়েছেন ঢাকা-১৫ আসনে। নৌকা নিয়ে কামাল আহমেদ মজুমদার, ধানের শীষে জামায়াতের প্রার্থী ডা. মো. শফিকুর রহমান, কাস্তে প্রতীকে আহাম্মদ সাজেদুল হক, কুলা প্রতীকে এইচ এম গোলাম রেজা, টেলিভিশন নিয়ে এস এম ইসলাম, গোলাপ ফুলে আব্দুল মান্নান মিঞা, বাঘ প্রতীকে সামছুল আলম চৌধুরী, লাঙল নিয়ে সামসুল হক, হাতপাখা নিয়ে মো. মেহায়েতুল্লাহ ও গরুর গাড়ি প্রতীকে সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১৬: আসনটিতে প্রার্থীর সংখ্যা সাতজন। ধানের শীষে আহসান উল্লাহ হাসান, নৌকা নিয়ে ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, আম প্রতীকে ফরিদ উদ্দিন শেখ, গোলাপ ফুল নিয়ে আলী আহমেদ, কোদাল প্রতীকে নাঈমা খালেদ মণিকা, হাতপাখা নিয়ে ছিদ্দিকুর রহমান ও লাঙল প্রতীকে আমানত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১৭: আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দশজন প্রার্থী। নৌকা প্রতীকে আকবর হোসেন পাঠান, ধানের শীষে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির আন্দালিব রহমান, টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, বাঘ প্রতীকে আলী হায়দার, মই নিয়ে এস এম আহসান হাবিব, গোলাপ ফুল নিয়ে কাজী মো. রাশিদুল হাসান, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা, হাতপাখা নিয়ে মো. আমিনুল হক তালুকদার, কুলা প্রতীকে লে. কর্ণেল(ডা.) অব. এ কে এম সাইফুর রশিদ ও লাঙল প্রতীক নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১৮: এই আসনে প্রার্থী রয়েছেন আটজন। নৌকা প্রতীকে সাহারা খাতুন, ধানের শীষে শহিদ উদ্দিন মাহমুদ, আম প্রতীকে মুহাম্মদ মাসুম বিল্লাহ, মোমবাতি প্রতীকে মোহাম্মদ আবদুল মোমেন, টেলিভিশন নিয়ে আতিকুর রহমান নাজিম, হাতপাখা নিয়ে আনোয়ার হোসেন, বাঘ প্রতীকে রফিকুল ইসলাম ও হারিকেন নিয়ে রেজাউল ইসলাম স্বপন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

ছবি: সাজ্জাদ হোসেন

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা