X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সরকারের কারসাজিতে খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে দ্বিধাবিভক্ত রায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৪





খালেদা জিয়া সরকারের কারসাজির কারণে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্ট দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সুস্পষ্ট যে, এর পেছনে সরকার কলকাঠি নাড়ছে, তা না হলে দ্বিধাবিভক্ত রায় কেন? এতে সরকারের কারসাজি আছে।’


মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের যেকোনও জায়গা থেকে খালেদা জিয়া আর শেখ হাসিনা নির্বাচন করবেন, খালেদা জিয়া যে ভোট পাবেন, শেখ হাসিনা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবেন না। তাই তাকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের এই কৌশল।’
এখনও খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিচারাধীন। দেখি শেষ অবস্থা কোথায় যায় বলেও যোগ করেন রিজভী।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গুজব, অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য দেশের জনপ্রিয় মিডিয়াগুলোর নামে ফেক ওয়েবসাইট খোলা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ বেশকিছু বহুল পঠিত অনলাইনগুলোর নামে এই ভুয়া ওয়েবসাইট খোলা হয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দুই-একজন কর্মকর্তা কাটপিস, ছবি এডিট করে, বিভিন্ন ভুয়া ভিডিও বানিয়ে নিজেদের আইডিতে শেয়ার করেন বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘আধুনিক প্রযুক্তিকে বিকৃতভাবে ব্যবহার করছে এই শাসকগোষ্ঠী।’
নির্বাচনি প্রতীক বরাদ্দের পর প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ শুরু করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের প্রচারণার গাড়ি, মাইক ভাঙচুর এবং দলের কার্যালয়ে হামলা করেছে।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা