X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আ. লীগ আমলে উন্নয়ন হলে নৌকায় ভোট দিন: সাবের হোসেন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:০৪





আ. লীগ আমলে উন্নয়ন হলে নৌকায় ভোট দিন: সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে যদি দেশের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
এই আসনের বর্তমান এই সংসদ সদস্য বলেন, ‘আমি গত ১০ বছর ক্ষমতায় ছিলাম। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করে আসছি। আমি এবং আমার সরকারের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন।’
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল তার নির্বাচনি এলাকা খিলগাঁও, বাসাবো, গোড়ান ও মানিকনগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বিকেলে সাবের হোসেন চৌধুরী বিশাল প্রচুরসংখ্যক নেতাকর্মীসহ নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেন। বিকেল ৪টার পর খিলগাঁও মডেল কলেজ চত্বর থেকে খণ্ড খণ্ড মিছিল আশপাশের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কগগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন গানের সঙ্গে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
আ. লীগ আমলে উন্নয়ন হলে নৌকায় ভোট দিন: সাবের হোসেন চৌধুরী বিকেল ৪টা থেকে প্রচারণা শুরু হলেও দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিলসহ তার নির্বাচনি আসনের বিভিন্ন স্থান থেকে খিলগাঁও মডেল কলেজ চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এই আসনের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিলে অংশ নেন। প্রচারণায় অংশগ্রহণকারীদের অনেকেই কাঠ, বাঁশ ও লাল-সবুজ রঙের কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ বহন করেন। এত বিপুলসংখ্যক নেতাকর্মীর জমায়েতের কারণে ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীরা দুর্ভোগে পড়েন।
প্রচারণার একপর্যায়ে মানিকনগর এলাকায় গিয়ে সাবের হোসেন চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমি ১০ বছর ক্ষমতায় ছিলাম। দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করে আসছি। আমি এবং আমার সরকারের মাধ্যমে যদি আপনাদের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন।’
এই আসনে সাবের হোসেন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনিও সকালে তার বাসায় এক সংবাদ সম্মেলনে গণমাধমকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে গণসংযোগ করেন।
সাধারণ ভোটাররা এ দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন।
আ. লীগ আমলে উন্নয়ন হলে নৌকায় ভোট দিন: সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনটি খিলগাঁও, গোড়ান, মেরাদিয়া, বাসাবো, মাদারটেক, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া, রাজারবাগ উত্তর ও দক্ষিণ, কদমতলা বাসাবো, পূর্ব বাসাবো, আহমেদবাগ, মুগদাপাড়া ও সবুজবাগ থানার নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা ইউনিয়ন নিয়ে গঠিত। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড পড়েছে।
আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী ও বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস ছাড়াও ঢাকা-৯ আসনে নির্বাচন করছেন ‘আম’ প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মাহফুজা আক্তার, ‘হাতপাখা’ প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মানিক মিয়া, ‘টেলিভিশন’ প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, ‘হারিকেন’ প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মো. আব্দুল মোতালেব ও ‘গোলাপফুল’ প্রতীকে জাকের পার্টির হুমায়ন কবির রয়েছেন।
২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনের আগে ঢাকা-৬ আসনকে দুই ভাগ করে ঢাকা-৮ ও ঢাকা-৯ করা হয়। ওই বছর এ আসনে সাবের হোসেন চৌধুরী নির্বাচনে বিএনপি প্রার্থী শিরীন সুলতানাকে হারিয়ে বিজয়ী জন। পরে ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন তিনি। এর আগে ১৯৮৬ ও ১৯৯১ সালে এ আসনে (তৎকালীন ঢাকা-৬) মোজাফফর হোসেন পল্টু দলীয় প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালে তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’