X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসি ও পুলিশ সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

মওদুদ আহমদ নির্বাচন কমিশন (ইসি), সিভিল ও পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘আমার রাজনৈতিক জীবনে এমন নির্বাচন কোনও দিন দেখিনি।’

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, তার নির্বাচনি এলাকাসহ সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা সারাদেশে নির্বাচন কমিশন ও পুলিশের সহায়তায় নির্বাচন বানচাল করতে কাজ করছে। গত ৯ দিন ধরে তার নির্বাচনি এলাকায় শতাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে যেন তারা নির্বাচনি কোনও কাজে অংশগ্রহণ করতে না পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি নেতা মওদুদ আহমদের প্রতিদ্বন্দ্বী। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের ৭/৮টি গাড়ি ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চের ওপর দাঁড়িয়ে মাইকে বক্তব্য দেন।’

তার অভিযোগ, মঙ্গলবার নিরাপত্তার অভাবে প্রচারে অংশ নিতে পারেননি তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা, এখন সব জায়গায় ‘আন-লেভেল’ প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। সারাদেশে একই অবস্থা। সরকারি দলের সবকিছু আছে, কিন্তু ভোট নেই। এই অবস্থা বুঝতে পেরে সরকার সন্ত্রাস ও নৈরাজ্য বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ নিজের আহত কর্মীদের নামের তালিকা দেন। তার এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও আহত কর্মীদের ছবি দেখান। এছাড়া সরকারি সুবিধা ব্যবহার করে ওবায়দুল কাদেরের গণসংযোগ করার ছবিও দেখান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, তাইফুল ইসলাম প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা