X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

হাজি সেলিমকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

আওয়ামী লীগের নির্বাচনি ও কর্মী সভা

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাজি মোহাম্মদ সেলিমকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও বিরোধ নেই।’

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে আজিমপুর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক নির্বাচনি ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আজ ঢাকা শহরের ৯৫ ভাগ রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি। বাকি যে কয়টি রাস্তা বাকি আছে সেগুলো এই শুষ্ক মৌসুমে করে দেবো। আজিমপুর কবরস্থানে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করে দিয়েছি। আজ ঢাকার প্রতিটি রাস্তা এলইডি বাতিতে আলোকিত। আমরা যে কথা বলি অক্ষরে অক্ষরে সেটা পালন করি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আমরা আজ নৌকার প্রার্থী হাজি সেলিমকে আপনাদের হাতে তুলে দিতে চাই। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেবেন। আমাদের বিভেদের কারণে ওরা যাতে সুযোগ নিতে না পারে। দলের ভেতরে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন।’

তিনি আরও বলেন, বিএনপি বলেছে তারা ভোটকেন্দ্র পাহারা দিবে। তারা পাহারা দেবে না, অগ্নি সংযোগ করবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

পরে হাজি সেলিমের হাতে নৌকা তুলে দেন মেয়র সাঈদ খোকন। পাশাপাশি তিনি ডিজিটাল প্রচারণাও উদ্বোধন করেন।

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ