X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় জনস্রোত, মঞ্চে প্রধানমন্ত্রী

মাহবুব হাসান, কোটালীপাড়া থেকে
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৮

শেখ হাসিনা (ফাইল ছবি)

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার নিজের নির্বাচনি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রথম জনসভা করছেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনি প্রচারে নামলেন তিনি।
উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে আয়োজিত জনসভায় বুধবার (১২ ডিসেম্বর) বিকেল চারটায় বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে সভামঞ্চে ওঠেন শেখ হাসিনা।
এদিকে নির্বাচনি জনসভা শুরু হওয়ার আগে সমবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকে দূরদূরান্তের মানুষ সমাবেশস্থলে আসতে থাকেন। অনেকে ঢাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে দীর্ঘপথ হেঁটে সমাবেশস্থলে পৌঁছান।
নৌকা-নৌকা স্লোগানে চারদিকে প্রকম্পিত করে তুলেছেন তারা।
এদিকে সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বেলা সোয়া দুইটার দিকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। বঙ্গবন্ধুকন্যা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন, ফতেয়া পাঠ ও দোয়া করেন। পৈতৃক বাড়িতে দুপুরের খাবার শেষে তিনি জনসভায় যোগ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ জয়ধরের সভাপতিত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম সম্পাদক শেখ আব্দুল্লাহ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ডা. রোকেয়া সুলতানা, আব্দুস সবুর, এসএম কামাল, এবিএম রিয়াজুল কবির কায়সার, মারুফা আক্তার পপি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার, ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত আছেন। কোটালিপাড়ার জনসভা শেষে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়ক পথে ঢাকা ফেরার সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মাঠে ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান আব্দুর রহমান।

/এমএইচবি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না