X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের দুটি আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল

বাগেরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

জাতীয় পার্টির দুই প্রার্থী (বাঁ থেকে ) সেকেন্দার মনি ও সোমনাথ দে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবক’টিতে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীরা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে দুটি আসনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে এই দুটি আসনে নৌকা ও লাঙ্গলের মধ্যে উন্মুক্ত লড়াই হবে।

বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ৪টি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে জাতীয় পার্টির দুজন এবং এনপিপির একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। জাতীয় পার্টি থেকে প্রতি আসনে একজন করে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বাগেরহাট-১ আসনে এসএম আল জোবায়ের ও বাগেরহাট-২ আসনে শেখ মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। বাকি দুটি আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

দলীয় সূত্র জানায়, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার। অন্যদিকে এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকবেন মো.সেকেন্দার আলী মনি।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মহাজোটের হয়ে নৌকা প্রতীকে লড়বেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ডা.মোজাম্মেল হোসেন।অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকবেন দলের চেয়ারম্যানের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে।

সুন্দরবনের কোলঘেঁষা এই দুটি আসনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জামায়াতের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মো. আবদুল ওয়াদুদ শেখ এবং বাগেরহাট-৪ আসনে জামায়াত নেতা অধ্যক্ষ আবদুল আলীম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন দুটিতে মহাজোটের নৌকা এবং ঐক্যফ্রন্টের ধানের শীষের মধ্যে লড়াই হবে– এমনটাই বলছেন স্থানীয় ভোটাররা।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা