X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফখরুলের ওপর হামলা বিএনপির মনোনয়ন বাণিজ্যের বহিঃপ্রকাশ: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:১০

ফখরুলের ওপর হামলা বিএনপির মনোনয়ন বাণিজ্যের বহিঃপ্রকাশ: আ. লীগ নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ও নির্মোহভাবে দায়িত্ব পালন করছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। তবে, নির্বাচনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা আক্রমণের শিকার বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওপর হামলার ঘটনাকে দলটির মনোনয়ন বাণিজ্যের বহিঃপ্রকাশ বলেও দাবি করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম এসব কথা বলেন।

আওয়ামী লীগ নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার বিরুদ্ধে আপত্তির কথা জানিয়েছে উল্লেখ করে এইচটি ইমাম বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতা ও হামলার খবর পাচ্ছি।  নির্বাচনকে ঘিরে যেসব সহিংসতা হচ্ছে, তার মূল আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের ওপর। তার বহিঃপ্রকাশ ঘটেছে দুই জন কর্মীর নিহতের ঘটনার মধ্য দিয়ে। এছাড়া, অন্যান্য জায়গায়ও আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা হয়েছে। যেমন মাহী বি. চৌধুরীর ওপর হামলা হয়েছে।’ তিনি বলেন, ‘বেছে বেছে আক্রমণ করা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি আমরা কমিশনকে জানিয়েছি। কমিশনকে বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের কর্তৃত্বাধীন। আপনারা তাদের ব্যবহার করুন। যেন এই ধরনের ঘটনা না ঘটে। কমিশন এসব বিষয়ে ব্যবস্থা নেবে বলে আমাদের জানিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেবে বলেও জানিয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ির বহলে হামলা প্রসঙ্গ এইচটি ইমাম বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার কথা বলা হয়েছে। আমরা এ বিষয়ে তথ্য নিয়েছি। তিনি সেখানে গেছেন, পুলিশকে কোনও খবরও দেননি। আর বিএনপির পুরনো পল্টন ও ‍গুলশান অফিসে মনোনয়ন বাণিজ্য নিয়ে যে বিষয়টি তুমুল তোলপাড় শুরু হয়েছে, যা ব্যাপকভাবে আলোচিতও হয়েছে। এটি মির্জা ফখরুল ইসলামের এলাকায়ও হয়েছে। এখানে তার দলের লোকেরাই নিজেদের মধ্যে মারামারি করেছেন। সেখানে আওয়ামী লীগের কেউ ছিল না। অথচ বিশেষ একটি পত্রিকা এটাকে হেডলাইন করেছে। আমি ওই পত্রিকার সম্পাদককে ফোন করেছিলাম। তিনি বলেছেন ভুল হয়ে গেছে। ভুল এ রকম হওয়া উচিত নয়। এত বড় খবর যাচাই-বাছাই করে দেওয়া উচিত। মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে এ ধরনের বিষয়ে যাচাই-বাছাই করে খবর পরিবেশন করবেন, যেন  শান্তিশৃঙ্খলা বজায় থাকে।’

সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে জানতে চাইলে এইচটি ইমাম বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট নিরপেক্ষ ও নির্মোহ। তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা এটাও বলেছে, বৃহত্তর দল হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমরা বলেছি, আমরা দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা যদি আক্রান্ত হই, তাহলে সেটা তো আপনাদের রক্ষা করতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্যর্থতা বলবো না, তবে তাদের এখনই সতর্ক হতে হবে। তাদের বলেছি, এসব বিষয়ে এখনই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিন। ঘটনার জন্য যারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

৪টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রসঙ্গ টেনে এইচটি ইমাম বলেন, ‘দেশের ১১৮টি নিবন্ধিত পর্যবেক্ষণ সংস্থার মধ্যে ৪টির বিষয়ে আমাদের কাছে মারাত্মক তথ্য রয়েছে। তাদের কর্মকাণ্ড আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি। তারা একেবারেই দলীয়।’ তিনি আরও বলেন, ‘তালেহা রহমান হচ্ছেন, শফিক রহমানের স্ত্রী। এই শফিক রহমান বিএনপির একজন বড় নেতা। তাদের পক্ষে প্রচার প্রচারণা করেন। এই ডেমোক্র্যাসি ওয়াচ অতীতে নির্বাচন পর্যবেক্ষণের নামে ভেতরে ঢুকে অনেক রকমভাবে নির্বাচন প্রভাবিত করেছে। আরেকটি হচ্ছে খান ফাউন্ডেশন। এটি মঈন খানের (বিএনপির স্থায়ী কমিটির সমদস্য) স্ত্রীর নামে নিবন্ধিত। এটি একেবারেই পারিবারিক ও বিএনপির প্রতিষ্ঠান। একটি হচ্ছে বগুড়ার লাইট হাউজ, এর প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজেই। তিনি নিজে এটি পরিচালনা করেন। তার সঙ্গে যারা জড়িত আছে, তাদের সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন রকমের তথ্য আছে। তারা কেবল রাজনৈতিকভাবে সম্পৃক্তই হয়। রাজনীতিতে প্রভাব বিস্তার করে। আরেকটি হচ্ছে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ।’ তিনি বলেন, ‘‘এর আগে আদিলুর রহমান খানের ‘অধিকার’ নামে একটি  প্রতিষ্ঠান ছিল। এই আদিলুর রহমান খানের সঙ্গে বিদেশি কয়েকটি সংস্থার যোগোযোগ পেয়েছিলাম। সেই কারণে অধিকার নামে তাদের যে প্রতিষ্ঠান, তার নিবন্ধন বাতিল করা হয়। এটি আবার বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ নামে নিবন্ধিত হয়েছে। তাদের অতীত মোটেও ভালো নয়। এ জন্য আমরা খুবই উদ্বিগ্ন। এরা যদি পর্যবেক্ষণে থাকে বা তাদের কোনোভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে বিপর্যয় ঘটতে পারে।’

বিএনপির আপত্তি তোলা পর্যবেক্ষক সংস্থা জাতীয় নির্বাচন পর্যবেক্ষন পরিষদ (জানিপপ)-এর বিষয়ে জানতে চাইলে এইচটি ইমাম বলেন, ‘জানিপপের বিষয়ে আমাদের কোনও অবজারভেশন নেই। আমরা জানি, জানিপপের বিরুদ্ধে এখানে অভিযোগ করা হয়েছিল। এই জন্য যে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন, প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি যেহেতু একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর, তিনি এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না। তিনি এখন নেইও।’ এটির পরিচালনায় অন্যরা রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ