X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্থানীয় ৪ নির্বাচন পর্যবেক্ষক সংস্থায় আ. লীগের আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:০৪





একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত ১১৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে চারটির নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এগুলো হলো ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডশেন, লাইট হাউজ এবং বাংলাদেশ মানবাধিকার সমম্বয় পরিষদ (বামাসপ)। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এই চার প্রতিষ্ঠানকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে তাদের পর্যবেক্ষণের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়েছে।


বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে দেখা এই দাবি তুলেছে।
সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, ‘দেশীয় পর্যবেক্ষক সংস্থার মধ্যে চারটির বিরুদ্ধে মারাত্মক তথ্য আছে। তারা একেবারেই দলীয়। এনজিও ব্যুরো থেকে যখন নিবন্ধন নেয় তখন তো আর বলে না নির্বাচন পর্যবেক্ষণ করবো। তবে নির্বাচন কমিশনে এসে তারা নিবন্ধন পেয়ে যায়।’
তিনি বলেন, ‘ডেমোক্রেসি ওয়াচ পরিচালনা করেন তালেয়া রহমান। তিনি শফিক রহমানের স্ত্রী। শফিক রহমান বিএনপির একজন বড় নেতা, লেখক এবং বিএনপির পক্ষে প্রচার-প্রচারণা করেন। অতীতে তারা ভোটকেন্দ্রে ঢুকে নির্বাচন পর্যবেক্ষণের নামে প্রভাবিত করার চেষ্টা করেছে। আরেকটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা খান ফাউন্ডেশন, বিএনপি নেতা ড. মঈন খানের স্ত্রী পরিচালনা করেন। এটি একেবারেই দলীয়।’
এইচ টি ইমাম বলেন, ‘লাইট হাউজ বগুড়ার। লাইট হাউজের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজেই। তিনি এটি পরিচালনা করেন। লাইট হাউজের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য আছে। তারা শুধু রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত নন, তারা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম প্রভাব সৃষ্টি করেন।’
বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বিষয়ে আওয়ামী লীদের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘বিদেশি কয়েকটি সংস্থার সম্পৃক্ততা থাকায় আদিলুর রহমানের অধিকার-এর বাতিল করা হয়। সেটি এখন সেটি এখন বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) নামে এসেছে। আমরা এদের বিষয়ে উদ্বিগ্ন। এদের যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বিপর্যয় ঘটতে পারে।’
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা প্রসঙ্গে এইচটি ইমাম বলেন, ‘নির্বাচনের আইন অনুযায়ী তারাই নির্বাচনে পর্যবেক্ষণ করতে পারবেন যাদের কোনও রজনৈতিক দল ও আদর্শের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নেই। একেবারে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা পর্যবেক্ষণ করতে পারবেন না।’ 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী