X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৭ পরিকল্পনার কথা জানিয়ে নৌকায় ভোট চাইছেন তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬

শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি প্রচারণা নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১০ আসনের উন্নয়নে ৭টি পরিকল্পনার কথা জানিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি কলাবাগান থানার ডলফিন গলির বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে নৌকার পক্ষে প্রচারণা চালান ও ভোট প্রার্থনা করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

প্রচারণাকালে তাপস নিজ নির্বাচনি এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ৭টি পরিকল্পনার কথা ভোটারদের মাঝে তুলে ধরেন। তার পরিকল্পনাগুলো হচ্ছে, যানজট নিরসনে মেট্রোরেলের সংযোগ ধানমন্ডির ২৭ নম্বর থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় হয়ে নিউমার্কেট দিয়ে নিয়ে যাওয়ার কথা। এর ফলে এলাকার যানজট প্রায় ৬০ শতাংশ কমবে।

এছাড়া রয়েছে ধানমন্ডি ২নং সড়ক থেকে নিউমার্কেট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, হাজারীবাগের ট্যানারি শিল্পের খালি জমিতে আধুনিক সুবিধাসম্পন্ন মডেল আবাসিক এলাকা স্থাপন, শহীদ শামছুন্নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা, কাঁটাবনে বহুতল বিশিষ্ট শহীদ লে. কমোডর মোয়াজ্জেম হোসেন কমিউনিটি সেন্টার নির্মাণ, বহুতলবিশিষ্ট হাজারীবাগ কমিউনিটি সেন্টার নির্মাণ এবং নিউমার্কেটে বহুতল পার্কিং লট নির্মাণ করা।

কলাবাগানে তাপসের নির্বাচনি প্রচারণা প্রচারণাকালে স্লোগান ও মিছিলে মিছিলে তাপসের পক্ষে নৌকায় ভোট চান নেতাকর্মীরা। এলাকায় তাপসের আগমনে খণ্ড খণ্ড মিছিলসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলাবাগান থানার ডলফিন গলিতে জড়ো হতে থাকেন।

ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট এলাকা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। এ আসনে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান এমপি শেখ ফজলে নূর তাপস ছাড়াও বিভিন্ন দলের আরও ৫ জন প্রার্থী রয়েছেন। এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মান্নান, ন্যাশনাল পিপলস পার্টির কেএম শামসুল আলম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. বাহারানে সুলতান বাহার (বাঘ) ও জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন (লাঙ্গল)।

 

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা