X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উত্তরখানে নির্বাচনি প্রচারণা চালাতে না পারার অভিযোগ ঐক্যফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২৬

ঢাকা-১৮ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ (স্বপন) এর পক্ষে প্রচারণায় নামে ঐক্যফ্রন্ট রাজধানীর উত্তরখানে শাহ কবিরের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরুর পরিকল্পনা করলেও মাজারের ভেতরেই আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুনের নেতাকর্মীরা তাদের ঘিরে রাখায় প্রচারণা চালাতে পারেননি বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার বিকালে ঢাকা-১৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পক্ষে নির্বাচনি প্রচারণায় গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তারা। সেখান থেকে পুলিশ পাহারায় মাজার চত্বর থেকে তাদের বের করে দেওয়া হয়।

মাজার জিয়ারতের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমরা এখানে এসেছি আর বাইরে মিছিল হচ্ছে, তারা আমাদের চামড়া তুলে নেওয়ার স্লোগান দিচ্ছে। এটা যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তবে আসন্ন নির্বাচনকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কোথাও নেই। সম-অধিকার নেই।

তিনি আরও বলেন, আমরা যাতে নির্বাচন থেকে সরে যাই, যাতে নির্বাচন না করতে পারি এবং নির্বাচনের মাঠে টিকে থাকতে না পারি সেজন্যই তারা দেশব্যাপী এসব হামলা চালাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচনের শেষ দিন পর্যন্ত ধানের শীষ প্রতীক হাতে নিয়ে লড়াই চালিয়ে যাবে। এই নির্বাচন আগামী দিনের গণতন্ত্র রক্ষার লড়াই। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই নির্বাচন স্বৈরশাসনের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার লড়াই।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের প্রচারণায় উপস্থিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উত্তরখানে মাজার জিয়ারত করতে এসেছেন। দোয়া নিয়ে তার নির্বাচনি প্রচারণা শুরু করবেন। কিন্তু তখন এর বাইরে কী হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বলেন, গত দুদিন দেশব্যাপী বিভিন্ন স্থানে আমাদের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করছে, আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতে বোঝা যায় তারা জোর করে এই নির্বাচন ছিনিয়ে নিতে চায়। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না। আমাদের ওপর যত অত্যাচার করছে তাতেই বোঝা যায় তারা আমাদের ভয় পাচ্ছে। জনগণ তাদের পক্ষে নেই। তাই আমাদের আহত করে নির্বাচনের মাঠের বাইরে ফেলে দিতে চায়। আমরা গণতন্ত্রের লড়াই করতে নেমেছি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো।

উপস্থিত জাতীয় ঐক্যফ্রন্টের আরেক নেতা আ স ম আব্দুর রব বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশ মহাসংকটে আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা শোভা পায় না।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে রক্ষা করতে আপনারা ধানের শীষে ভোট দিন। এই ধানের শীষ খালেদা জিয়ার মার্কা নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের মার্কা। তাই আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। আপনাদের একটি ভোট খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করবে।

উত্তরখান এলাকায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শাহ কবিরের মাজার জিয়ারতের সময় মাজারের বাইরে আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুনের পক্ষের নেতাকর্মীরা স্লোগান দিয়ে একে একে মাজারের দিকে ধাবিত হচ্ছিল। পুলিশ তাদের ঠেকিয়ে রাখতে তৎপর ছিল। তবে তারা পুলিশ সদস্যদের উপেক্ষা করে এগিয়ে আসছিল। এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীসহ নেতাকর্মীদের মাজারের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে দেওয়া হয়। এখানে ঐক্যফ্রন্টের কোনও নেতাই নির্বাচনি প্রচার প্রচারণা চালাতে পারেনি।

/এসজেএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা