X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা ড. কামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮

জাতীয় ঐক্যফ্রন্টের সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ, তারা বুঝতে পারছে মানুষের জনমত। আপনারা চেষ্টা করলে জানতে পারবেন, জনমত কোনদিকে। সরকারের পক্ষে আছে, নাকি সরকারের বিপক্ষে গেছে।’

রবিবার (১৬ ডিসেম্বর)বিকালে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি শুধু তথ্যগুলো আপনার সামনে দিচ্ছি। আপনারা নিজেরা বিবেচনা করবেন নির্বাচন কোনদিকে যাচ্ছে।’  

অপর এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আমরা মাঠে টিকে থাকতে পারবো। টিকে না থাকার কোনও প্রশ্নই আসে না। আমরা তো মাঠ ছাড়িনি। কিন্তু, কীভাবে আছি, তাও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ওপর হামলা ও গুলি করা হচ্ছে। প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা, নির্বাচনই হবে কী হবে না; তা নিয়ে আশঙ্কা আছে।’

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট দেখা করার অনুমতি পেয়েছে কিনা জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এখনও অনুমতি পাইনি। তবে, আশা করছি অনুমতি পাবো।’

ঐক্যফ্রন্টের ইশতেহার নিয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আগামীকাল সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর পূর্বানী হোটেলে ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে।’

সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘এর আগে বাংলাদেশের কোনও নির্বাচনে প্রার্থীদের গ্রেফতার করার নজির নেই। এবার প্রার্থীদেরও গ্রেফতার করা হচ্ছে। তাহলে নির্বাচন হবে কীভাবে।’

জাতীয় ঐক্যফ্রন্টকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই উল্লেখ করে আ স ম রব বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই। আমাদের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। কারণ আমরা ভয় পাই না। ১৯৭১ সালে মানুষ অস্ত্র দিয়ে জবাব দিয়েছে। এবার লাঠি হাতে হলেও জবাব দেবে। সরকারকে বলবো এখনও সময় আছে,সংযত হয়ে হামলা-মামলা বন্ধ করুন। দয়া করে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করুন।’

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, সব প্রশাসনের লোকজন ভোটের মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিপক্ষে নেমেছে। আমাদের ওপর হামলা করার সময় পুলিশ দূরে দাঁড়িয়ে থাকে। ব্যবস্থা নেওয়ার কথা বললে পুলিশ বলে ওপরের নির্দেশ নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/এএইচআর/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া