X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ ও বান্দরবানের জনসভায় শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:২২



শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ ও বান্দরবানে দুটি জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নিজ বাসভবন সুধাসদন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এবং বান্দরবান রাজার মাঠে জনসভার আয়োজন করা হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। জনসভায় তিনি কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. আফজাল হোসেন ও নাজমুল হাসান পাপন এবং বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিংয়ের পক্ষে নৌকায় ভোট চাইবেন বলে জানা গেছে।
এছাড়া আগামীকাল বুধবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভা এবং ২০ ডিসেম্বর সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর বাইরে আওয়ামী লীগ সভাপতি ঢাকাসহ রংপুর এবং সিলেটের জনসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ডিসেম্বর সিলেট সফর এবং হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ ও হযরত গাজী বোরহান উদ্দিননের (র.) মাজার জিয়ারত। এরপর দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর সকালে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। ২৪ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া