X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটের প্রার্থীদের পক্ষে বসে নেই যুক্তরাজ্য প্রবাসীরাও

লন্ডন প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৬

নৌকা প্রতীকের পক্ষে সভা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিভিন্ন আসনে পছন্দের প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন যুক্তরাজ্য প্রবাসীরাও। অনেকেই পছন্দের পার্থীর পক্ষে প্রচারের জন্য দেশে ফিরেছেন। কেউ কেউ পছন্দের দল ও প্রার্থীর পক্ষে শেষ মুহূর্তে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নির্বাচনি সভা করছেন। কোনও কোনও সভা থেকেই নেতাকর্মীরা প্রার্থীদের পক্ষে তহবিল সংগ্রহেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া পছন্দের প্রার্থীর জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতাও করছেন।
সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিলেটের ১৯ আসনের বাসিন্দাদের মধ্যে অন্তত হাজারখানেক প্রবাসী দেশে ফিরছেন। পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে ও ভোট দিতে বিপুল সংখ্যক যুক্তরাজ্যপ্রবাসী দেশে ফিরেছেন।
যুক্তরাজ্য যুবলীগের একজন সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নেছার আহমদ। বিএনপির বিত্তবান প্রার্থী তার বিপরীতে। কিন্তু নেছার ভাইয়ের নিজের টাকা-পয়সা কম। এজন্য প্রবাসী নেতাকর্মীরাও তাকে সহযোগিতা করছেন।’
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেশে এসেছেন লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের স্মৃতিতে নির্বাচন বাংলাদেশে একটা বড় উৎসব। এ উৎসবে অংশ নেওয়া, পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতেই দেশে আসা।’
ধানের ধীষ প্রতীকের পক্ষে সভা যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন বলেন, ‘আমাদের আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২)। এবার লন্ডন থেকে দলীয় বা সমন্বিতভাবে কোনও চাঁদা তোলা হচ্ছে না। তবে ব্যক্তিগতভাবে তাদের এলাকার ২০ থেকে ২৫ জন প্রবাসী দলীয় প্রার্থীর জন্য আর্থিক সহযোগিতা করবেন।’
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপি সভাপতি মিছবাহ উদ্দীন বলেন, ‘ইতোমধ্যেই আমাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে দলের একশ যুক্তরাজ্য প্রবাসী দেশে গেছেন। তারাও পছন্দের দলীয় প্রার্থীর জন্য খরচ করবেন।’
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ নেতা লোকমান উদ্দীন বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ বা মৌলভীবাজারের এক একটি গ্রামেরই দুইশ প্রবাসী যুক্তরাজ্যে রয়েছেন।’
প্রসঙ্গত, দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনেও পছন্দের প্রার্থীর পক্ষে সভা করে চাঁদা তুলে বড় অংকের আর্থিক সহযোগিতার রেওয়াজ বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের মধ্যে প্রচলিত আছে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!