X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাতেই শতাধিক আসনে নৌকায় সিল মারা হয়েছে, অভিযোগ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১১:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

নির্বাচনের আগের রাতেই শতাধিক আসনে নৌকায় সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ ডিসেম্বর) সকালে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, ‘আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় শনিবার (২৯ ডিসেম্বর) রাতেই ভোটকেন্দ্রগুলো দখল করে নৌকায় সিল মেরেছে।’ তিনি দাবি করেন, গতকাল (শনিবার) রাতেই কোনও কোনও কেন্দ্রের ৭০ শতাংশ ভোট নৌকায় দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, ‘ভোটের দিন সকালেও সারা দেশের বিভিন্ন নির্বাচনি আসনের কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের মারধর বের করে দিয়ে সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নৌকায় সিল মারছে।

রিজভী দাবি করেন, ‘সহিংস নির্বাচনের মাধ্যমে সরকার একতরফা নির্বাচন করার যে পরিকল্পনা করেছে, তার প্রমাণ মেলে দুই ঘণ্টার নির্বাচনের চিত্র দেখলেই। সহিংসতা করে গতকাল রাতে আওয়ামী সন্ত্রাসীরা টাঙ্গাইল-২ আসনের শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল আজিজকে কুপিয়ে হত্যা করেছে। আজ  গুলি করা হয়েছে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে।’

রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রার্থী সালাউদ্দিন আজ  ভোট দিয়ে বের হওয়ার পর ভোটকেন্দ্রেই তাকে গুলি করা হয়েছে।

তিনি  জানান, ২০১৪ সালে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছিল, তাতে আমরা অংশ নেইনি। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না উল্লেখ করে তিনি দাবি করেন, শেখ হাসিনার অধীনে এই নির্বাচন কত বর্বর ও নৃশংস হতে পারে, তার নমুনা তিনি এবার দেখিয়েছেন।

এই নির্বাচনকে সহিংস নির্বাচন বলেও অভিমত ব্যক্ত করেন রিজভী। রিজভী উল্লেখ করেন— নৃশংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ, সহ-দফতর সম্পদক মনির হোসেন প্রমুখ।

 

/এএইচআর/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু