X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২২১ আসনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫

২২১ আসনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অভিযোগ, ‘দেড়শতাধিক আসনে ব্যালট বাক্স ভর্তি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর ২২১ আসনে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ জানান তিনি।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‌‌‘আমরা আগেই বলেছিলাম, দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না। এবারের নির্বাচন সেটাই প্রমাণ করলো। ২২১টি আসনের প্রতিটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধরের পর বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এর আগে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়। প্রেস ব্রিফিংয়ের পর নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির অভিযোগের কপি প্রদান করা হয় সাংবাদিকদের কাছে।

ইসিকে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খানের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘দেড়শতাধিক আসনে প্রশাসনের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক ভোটকেন্দ্রে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে দেওয়া হচ্ছে না। এজেন্টরা ভোটকেন্দ্রে ঢুকতে পারছে না। নৌকা প্রতীকের এজেন্টরা তাদের (বিএনপির এজেন্ট) কাছ থেকে ব্যালট পেপার জোর করে কেড়ে নিচ্ছে। নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী লীগের এজেন্টরা। ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। কোনও কোনও ভোটকেন্দ্রে শারীরিক নির্যাতন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনের সহায়তা পাওয়া যাচ্ছে না।’

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা