X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের ৪০ বছর, নেতৃত্বের খোঁজে বিমর্ষ নেতাকর্মীরা

সালমান তারেক শাকিল
০১ জানুয়ারি ২০১৯, ২১:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

ছাত্রদলের বর্তমান সিনিয়র নেতারা

ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ জানুয়ারি)। এই দিনটিতে সাধারণত সংগঠনের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করে ছাত্রদল। কিন্তু এবার তা করা যায়নি। নির্বাচনোত্তর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কোনও আনুষ্ঠানিকতা পালন করতে পারছে না সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেরে যাওয়ায় বিমর্ষ হয়ে পড়েছেন তারা। আগামী দিনে ন্যূনতম রাজনৈতিক সক্ষমতা তৈরি করার আগে এখন প্রয়োজন সংগঠন পুনর্গঠন ও নেতৃত্বের নবায়ন। দুই বছরের মেয়াদে নির্বাচিত রাজিব আহসান-আকরামুল হাসানের নেতৃত্বাধীন কমিটির বয়স এখন চার  বছর ১০ মাস ১৩ দিন। এই কমিটি শিগগিরই বাতিল করে অন্ততপক্ষে আহ্বায়ক কমিটি গঠন করার দাবি ছাত্রদলের নেতাকর্মীদের।

মঙ্গলবার (১ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয়পর্যায়ের নেতাদের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তাদের প্রত্যেকের ভাষ্য— ছাত্রদলের নেতৃত্ব নতুন করে নির্ধারণ করতে হবে। আজ  ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অতিবাহিত হলেও স্থানীয় নেতাদের মন্তব্য— নির্বাচনের ফলাফলে শোক চলছে তাদের মনে। এই অবস্থায় কোনও আনুষ্ঠানিকতা করতে প্রস্তুত নন তারা।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ মনে করেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে যে বাস্তবতায় পড়েছে বাংলাদেশের রাজনীতি, সেদিক বিবেচনা করলে ছাত্রদলসহ সব সংগঠনগুলোকে নতুন করে সাজাতে হবে।’

মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়মন কবির শাওন বলেন, ‘নতুনভাবে সংগঠন সাজাতে হবে, তরুণদের সামনে এগিয়ে নিতে হবে। আগামীর ছাত্রদলকে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত করতে হবে। তরুণ সমাজের প্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেবার কোনও বিকল্প নাই।’

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সহসম্পাদক ডালিয়া রহমান বলেন, ‘আমাদের জন্য করণীয় হচ্ছে দলীয়গতভাবে যে সিদ্ধান্ত হবে, যেভাবে মেসেজ দেবে, সে অনুযায়ী কাজ করা। ছাত্রদলের কমিটি গঠন প্রয়োজন। কিন্তু হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন, সেটাই লক্ষ্য রাখতে হবে।’

চুনারুঘাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান রুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকার মধ্যে শোকের আবহ চলছে। শোকের মধ্যে তো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা যায় না। ভবিষ্যৎ নিয়ে আমাদের আরও ভাবতে হবে। নতুন নেতৃত্ব দরকার। লক্ষ্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। ’

বর্তমান কমিটির দুয়েকজন সদস্য, যারা নতুন কমিটিতে থাকতে গত চার বছর ধরে আগ্রহী ছিলেন, তারা বলছেন— আগামী কমিটিতে তারা থাকতে চান না। নতুনদের দায়িত্ব দেওয়া হোক এবং ছাত্রদের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করা দরকার।

২০১৪ সালের ১৪ নভেম্বর কমিটি গঠিত হওয়ার পর ১৬ সালের ১৪ নভেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির প্রায় সব নেতার বয়স ছাত্রসংগঠন করার অনুপযুক্ত। অনেকে বিবাহিত, ছেলে-মেয়ের বাবাও হয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

বর্তমান কমিটির একজন সিনিয়র নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সময় চলে গেছে। এখন আর ছাত্রদলে থাকার সময় নেই। নতুনদের সুযোগ না দিলে নেতৃত্ব আবারও হুমকির মুখে পড়বে। বয়স্ক ও বিবাহিতরা নিজের পরিবারের দিকে খেয়াল করে বেশি। সেক্ষেত্রে অবিবাহিত ও তরুণদের সামনে আনতে হবে। লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোলেই ছাত্রদল টিকে থাকবে।’

বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, নির্বাচন পরবর্তী নিয়মতান্ত্রিক রাজনৈতিক কৌশল প্রণয়নের পরই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন নিয়ে বসবে স্থায়ী কমিটি। আগামী দিনে দাবি আদায়ে আন্দোলনের আগে প্রথম শর্ত সংগঠন শক্তিশালী করা। প্রতিকূল অবস্থায় এই কাজটি করার পরই নতুন কোনও কর্মসূচির দিকে এগোবে বিএনপি।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠন করতে হবে। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন কোন প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালিত হবে।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেছেন, নির্বাচনের ফলাফলে শুধু একটি দল নয়, বৃহৎ জনগোষ্ঠীর চিন্তা-ভাবনাও একইরকম। ফলে এই মুহূর্তে দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে দলীয় স্বার্থকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এতে সময়ই নিজ গন্তব্যে নিয়ে যাবে সবাইকে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি