X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:২৭

নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোটা দেশকে অবরুদ্ধ করে সরকার কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। এই নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান সি‌পি‌বির কেন্দ্রীয় ক‌মি‌টির সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স। নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান

অবস্থান কর্মসূচিতে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা ও ন্যক্কারজনক ভূমিকা, বাম জোটের একাধিক প্রার্থীসহ বিরোধী দলগুলোর প্রার্থীর এজেন্টদের আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত, কেন্দ্র থেকে জোর করে বের করার দেওয়ার মধ্য দিয়ে অধিকাংশ দেশবাসীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আশঙ্কা অনুযায়ী নির্বাচনে সরকারেরই ছ‌কের বাস্তবায়ন করা হয়েছে।’ নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান

তিনি আরও অভিযোগ করেন, ‘দেশব্যাপী ভোটকেন্দ্র দখল, প্রকাশ্য জালিয়াতির মাধ্যমে ব্যালট পেপারে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারতে বাধ্য করা হয়েছে। বিরোধীদলীয় ভোটারদের জোর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কোথাও সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনার মধ্য দিয়ে সমগ্র নির্বাচনকে পুরোপুরি অর্থহীন ও হাস্যকর করে তুলেছে সরকার। এসব তৎপরতার মধ্য দিয়ে দেশব্যাপী ভোটারদের মধ্যে ভোট নিয়ে যেটুকু আগ্রহ তৈরি হয়েছিল তা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ, অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে কোনও অবকাশ নেই তা আরেকবার প্রমাণ হলো। তাই এই নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনে জনগণের মতামতের কোনও প্রতিফলন ঘটেনি।’

তিনি দাবি করেন, ‘৩০ ডিসেম্বর দেশবাসীকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভুয়া ভোটে যাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের সবাইকে জনগণ ভুয়া প্রতিনিধি হিসাবে বিবেচনা করছে। জনগণের কাছে জনগণের প্রতিনিধি বলে দাবি করার তাদের কোনও বৈধতা নেই। এ প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠন ক‌রে গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার ও নতুন নির্বাচন করার দাবি জানাচ্ছি।’ নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান

আজ সারা দেশে চলমান অবস্থান কর্মসূচিতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দুজন প্রার্থীকে গ্রেফতার করার অভিযোগও করেন তিনি।

আগামী ১১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের উ‌দ্যো‌গে তা‌দের প্রার্থী‌দের  নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

অবস্থান কর্মসূচিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে