X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের দাবি মেনে নিন: জমিয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪১

নূর হোসাইন (ফাইল ছবি) আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সব দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন। বুধবার (৯ জানুয়ারি) এক  বিবৃতিতে  তিনি এ দাবি জানান।

জমিয়ত মহাসচিব বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত এবং অনেক শ্রমিককে আহত করা হয়েছে। দেশের উন্নয়নে শ্রমিক, কৃষক ও অপরাপর মেহনতী মানুষ ঘাম ঝরানো নিরলস খাটুনি

খেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অথচ সরকারের গত দুই মেয়াদ থেকে আমরা দেখে আসছি— এদের উন্নয়ন ও প্রয়োজন নিবারণে কার্যকর কিছুই করা হচ্ছে না। শ্রমিক, মজদুর ও মেহনতী মানুষরাই সবচেয়ে বেশি অবহেলা ও কষ্টকর জীবনযাপন করছেন।’

নূর হোসাইন বলেন, ‘সরকার কথায় কথায় উন্নয়নের যে জয়গান করছে, তা করপোরেট বাণিজ্যের সুবিধার জন্য জনগণের ট্যাক্সের অর্থে রাস্তা-ঘাট, সেতু, ফ্লাইওভার, বিদ্যুত, বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র তৈরি, ধনীদের উঁচু উঁচু ইমারত এবং সরকারি লোকজনের বিলাসবহুল অফিস ও গাড়ি-বাড়ির মধ্যেই অনেকটা সীমাবদ্ধ।’

তিনি বলেন, ‘বস্তুত, দেশের ৮০-৯০ ভাগ নাগরিক তথা কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার, গরিব ও গ্রাম-বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রতি সরকারের আন্তরিক নজর দেখতে পাই না। এসব মানুষ পরিবার নিয়ে  স্বাভাবিক দিনগুজরান করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। সারাদেশে মাত্র কয়েক লাখ বয়স্ক ও দুস্থদেরকে সরকার নামমাত্র ভাতা দিয়ে কোটি কোটি নিম্ন বিত্তের নাগরিকের দায়-দায়িত্ব পাশ কাটানোর সুযোগ নেই। শ্রমিক ও গরিব মানুষকে ঠকিয়ে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। দেশের বর্তমান উন্নয়নের ধারাকে আমূল পাল্টিয়ে জনবান্ধব করতে হবে। কারণ, এই  ধারা মারাত্মক শ্রেণি বৈষম্য তৈরি করছে এবং মধ্য ও নিম্নবিত্ত মানুষকে নিঃস্ব করে মুষ্টিমেয় ধনী মানুষের পকেট ভারি করছে।’

নূর হোসাইন বলেন, ‘যে শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিন-রাত ঘাম ঝরাচ্ছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না করে যে আচরণ করা হচ্ছে, তা নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি