X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সংসদে এসে জনগণের কথা বলুন, বিএনপিকে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ০২:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৪:২০





সংসদে এসে জনগণের কথা বলুন, বিএনপিকে নাসিম জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিকে উদ্দেশ করে ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, আপনারা সংসদের আসুন, জনগণের কথা বলুন। যে জনগণ আপনাদের ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের প্রতিনিধিত্ব করুন। তাদের কথা সংসদে বলুন। জনগণকে ভালোবাসতে শিখুন। তাদের সমস্যা সংসদকে জানান।


বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সংসদে আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনারা স্বাধীনভাবে এলাকার মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারবেন। আমরা পূর্ণ স্বাধীনতা দেবো গণতন্ত্র নিয়ে কথা বলার।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন আর শুধু আওয়ামী লীগ নেতা নন, তিনি জনগণের নেতা। তিনি সবার নেতা। তিনি আপামর মেহনতী ১৬ কোটি মানুষের নেতা।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনের বিজয় দেশের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মসহ আগামী প্রজন্ম যাতে ধারণ, বাহন ও লালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আগামীতে দেশ হবে জঙ্গিমুক্ত, মৌলবাদমুক্ত এবং স্বাধীনতাবিরোধীমুক্ত।’
বঙ্গমাতা পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান, সাবেক উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বঙ্গমাতা পরিষদের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) শাহেদ সরওয়ার, অধ্যাপক এম আনিছুর রহমান প্রমুখ।

/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট