X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশপ্রেমের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্তের নাম সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ২০:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

  সৈয়দ আশরাফের স্মরণসভায় বক্তব্য রাখছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। আওয়ামী লীগের দুই দফা সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং কয়েক দফা মন্ত্রী থাকলেও ক্ষমতা কিংবা অর্থের মোহ তাকে ছোঁয়নি। নীরবে রাজনীতিতে এসে সরবে জনপ্রিয় হয়েছেন। সবার মন জয়ে করে পৃথিবী ছেড়ে চলে গেছেন। জনকল্যাণ এবং দেশপ্রেমের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্তের নাম সৈয়দ আশরাফ।

শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় বক্তরা এসব কথা বলেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অনেকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সৈয়দ আশরাফ বাংলাদেশকে ভালোবাসতেন। যে স্বপ্ন নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছিলেন। সবাই তার দেখানো পথ অনুসরণ করে চললে এদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে না।’

সৈয়দ আশরাফের স্মরণসভায় বক্তব্য রাখাছেন আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর বলেন, ‘সৈয়দ আশরাফের অন্তিমযাত্রায় লাখো মানুষের ঢল প্রমাণ করে এ দেশের মানুষ তার মতো লোককেই নেতা হিসেবে চায়। এদেশের মানুষ তার আদর্শকে লালন করতে চায়। রাজনীতিতে তিনি নিজেকে কিছুটা আড়ালে রেখে নিবেদিতভাবে কাজ করেছেন। তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা ছিল প্রবাদপ্রতিম।’

ইনু বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন গুণী, সাহসী ও দক্ষ মানুষ। এক-এগারোর সময় যখন অনেকে বিভ্রান্ত হয়েছিলেন, সৈয়দ আশরাফ বিন্দুমাত্র বিভ্রান্ত হননি। তিনি নীতি ও নিষ্ঠাবান, আদর্শবান, কুশলী এবং সজ্জন ছিলেন। ক্ষমতা ও টাকার পেছনে ছোটেননি কখনও। এসব বিষয়ে তার কাছ থেকে শেখার আছে আমাদের।’

সৈয়দ আশরাফের স্মরণসভায় গান পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটেল শিল্পীরামান নূর

স্মরণসভায় সৈয়দ আশরাফের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নেতারা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা