X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৬:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

ঢাবিতে ওবায়দুল কাদের (ফাইল ছবি) উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের আসন্ন জনসভাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ধানমন্ডির একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। আগামী ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের বলেন, আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচন করবো। নৌকার টিকিটে আমাদের প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশ নেবেন। উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না।

কোনও শরিক দলের প্রার্থীকে নৌকা দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের যারা শরিক আছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকে যার যার মতো করে উপজেলা নির্বাচনে অংশ নেয়।

আগামী মার্চ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল ও মহাজোট নামে দুটি জোট বহমান রয়েছে। ১৪ দলীয় জোটে মূলত বাম ও প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলগুলো এবং মহাজোটে জাতীয় পার্টি ও বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট শরিক হিসেবে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করে ভূমিধস বিজয় লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এতে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের শরিকরা মিলে (জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপি মঞ্জু) মোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। এরমধ্যে আওয়ামী লীগ একাই ২৫৭টি আসনে জয়লাভ করে। প্রার্থীর মৃত্যু হওয়ায় গাইবান্ধা-৩ আসনে ভোট আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জোটগতভাবে জয়লাভ করলেও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসন পাওয়ায় মহাজোট ও ১৪ দলীয় শরিকদের সরকারে না রাখার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে দশম সংসদের মতো একাদশ সংসদেও প্রধান বিরোধী দলের আসনে থাকছে জাতীয় পার্টি। আর আওয়ামী লীগ জোটগতভাবে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মিত্রদেরও নিজস্ব শক্তিমত্তা দেখাতে হবে উপজেলা নির্বাচনে।

/এমএইচবি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই