X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতা সোহেল হত্যার বিচারের দাবিতে সাবেক নেতাদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ০১:৪৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০৭





মহিউদ্দিন সোহেল মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক শতাধিক নেতাকর্মী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পুলিশের আইজিপি বরাবর স্বারকলিপি দেয় ছাত্রলীগের সাবেক নেতাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
নিহত মহিউদ্দিন সোহেল কেন্দ্রীয় ছাত্রলীগের মাহমুদ হাসান রিপন-মাহফুজুল হায়দার চৌধুরী রোটন নেতৃত্বাধীন কমিটির উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন। গত ৭ জানুয়ারি সোহেলকে চট্টগ্রামের পাহাড়তলীতে তার ব্যবসায়িক ও রাজনৈতিক অফিসের সামনে নির্মমভাবে হত্যা করা হয়।
মানববন্ধন ও স্মারকলিপিতে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, চট্টগ্রামের পাহাড়তলী বাজার ও আশপাশের এলাকাকে সিসি ক্যামেরার আওতাধীন করার উদ্যোগ, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা করার ঘোষণা এবং এর কার্যক্রম শুরু, রাতের বেলায় পাম্প হাউস কলোনির রাস্তাগুলো আলোকিত করাসহ স্থানীয় এলাকাবাসী, বিশেষ করে বস্তিবাসীর জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি হেলথ ক্যাম্প, গ্রন্থাগার ও মিলনাতয়ন করার উদ্যোগ নেওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এ কারণে তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়।
সাবেক ছাত্রনেতারা দাবি করেন, সোহেলকে হত্যা করার পর পরিকল্পিতভাবে তাকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালায় সাবের সওদাগর ও তার সহযোগীরা। ছাত্রলীগের সাবেক নেতারা সাবের সওদাগর ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুল, সাবেক সহ সভাপতি সুজাদুর রহমান, রফিকুল আলম গাফ্ফারী রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোক্তারুল হোসেন মিল্টন, আমিনুল এহসান বাবু, মেহেরুল হাসান সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, রিপন পোদ্দার, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠু, সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ মানবন্ধনে যোগ দেন।

আরও পড়ুন...

সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

 

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই