X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানের পথে পথে উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৩:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:১৯

বিজয় সমাবেশে আসা এক সমর্থক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার পরপরই বিজয় সমাবেশ শুরু হবে। এর আগেই গানে গানে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি। বিজয় সমাবেশ থেকে দেশবাসীর কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজয় সমাবেশে আসা এক সমর্থক সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। নানা বর্ণের ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা, নৌকা, বাদ্য যন্ত্র এবং স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১২টা থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেছে।

সোহরাওয়ার্দী উদ্যানের পথে পথে উৎসব
বিজয় সমাবেশ উদযাপন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করবেন দলের সভাপতি। বিশেষ করে মাদক নির্মুলে যে যুদ্ধ তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে। নির্বাচনে গণজোয়ারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে গণজোয়ার সৃষ্টি হয়ে, এই সমাবেশ স্মরণকালের বিশাল জনসমুদ্রে পরিণত হবে।

বিজয় সমাবেশে আসা সমর্থকরা বিজয় সমাবেশকে বিজয় আনন্দে রূপ দিতে বরণ্যে শিল্পীরা গান পরিবেশন করবেন। এ লক্ষ্যে মূল বিজয় মঞ্চের সামনে পৃথকভাবে আরেকটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে একাদশ জাতীয় সংসদের নির্বাচনি ইশতেহারের মলাটের রংয়ের আদলে সজ্জ্বিত করা হয়েছে। একইভাবে ব্যানার ফেস্টুনে সাজিয়ে রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর সংগীত শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন শুরু করেন। বিজয় সমাবেশ গান পরিবেশন করবেন মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দিন, জানে আলম, সালমা, পথিক নবী, আঁখী আলমগীর, রফিকুল আলম, ফাহমিদা নবী, জলের গান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়া জাগানো থিম সং ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা। এরপর দলের নেতারা বক্তব্য রাখবেন।

বিজয় সমাবেশে আসা সমর্থকরা
মূল অনুষ্ঠান পরিচালনা করবে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া