X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধানের শীষ প্রতীক পেতে বিএনপিকে চাপ দিয়েছিল জামায়াত?

সালমান তারেক শাকিল
১৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১০:১২

বিএনপি-জামায়াত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ভোট করতে গিয়ে প্রতীক নিয়ে বিএনপিকে চাপ দিয়েছিল জামায়াতে ইসলামী। বিএনপির নির্বাচনি কাজে সম্পৃক্ত একাধিক দায়িত্বশীল ব্যক্তি এমন দাবি করেছেন। তারা বলেছেন, আসন সংখ্যা নিয়ে নয়, বরং নির্বাচনি প্রতীক বরাদ্দ নিয়েই সময়ক্ষেপণ হয়েছে বেশি। জামায়াতের ধানের শীষ চাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।
বিএনপির দায়িত্বশীল সূত্রটির দাবি, নির্বাচনি প্রতীক হিসেবে বিএনপির ধানের শীষই চেয়েছে জামায়াত। এ নিয়ে সমঝোতা না হলে ১২৮টির মতো আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথাও বলা হয় বিএনপিকে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির হাইকমান্ড জামায়াতকে ম্যানেজ করতে বিফল হয়।
বিএনপির একাধিক নেতা জানান, প্রতীক বরাদ্দ দেওয়ার সময় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান ২০ দলীয় জোটের নির্বাচনি বিষয়গুলো সমন্বয় করেছেন। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন ঐক্যফ্রন্ট ও নির্বাচনি শিডিউলে ব্যস্ত। এছাড়া স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জ্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ নিজ নির্বাচনি এলাকায় চলে যান। যে কারণে প্রতীক বরাদ্দ নিয়ে জামায়াতের সঙ্গে বিষয়টি সুচারুভাবে সমঝোতা করা সম্ভব হয়নি।
যদিও জামায়াতের পক্ষ থেকে বিষয়টিকে ‘অবান্তর’ হিসেবে দেখা হচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনি প্রতীক কী হবে, এ নিয়ে সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। আসন বণ্টন ও প্রতীক বরাদ্দ- দুই কাজেই বিএনপির পক্ষ থেকে সময়ক্ষেপণ করা হয়েছে। যদিও জামায়াত স্বতন্ত্র ও জোট দুই ধরনের তালিকাই করে রাখে।
কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য দাবি করেন, গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় বিএনপির পক্ষ থেকে ২৫টি আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দ দিয়ে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। ওইদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত জামায়াতের প্রতিনিধিকে বিএনপির গুলশানের কার্যালয়ে বসিয়ে রাখা হয়। এরপর আবার ৯ ডিসেম্বর রাত আড়াইটায় নিশ্চিত করা হয় ধানের শীষের প্রার্থী ২২ জন। সেক্ষেত্রে তিনজন কমে যায় জামায়াতের। এর মধ্যে হামিদুর রহমান আজাদকে জোটগত মনোনয়ন দেওয়া হলেও সময় শেষ হয়ে আসায় তিনি স্বতন্ত্র প্রতীকেই নির্বাচন করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলোচনার মাধ্যমেই জোটগত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সবাই তো ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। আর জামায়াত চাপ দিয়ে ধানের শীষ মার্কা নিয়েছে, এটা সত্যি নয়। কারণ, আমাদের প্রার্থীদের দুই সেট তালিকা আমরা করে রেখেছিলাম। ধানের শীষের সেট এবং স্বতন্ত্র সেট। আমরা জোটগত পরামর্শের ভিত্তিতেই ধানের শীষে নির্বাচন করি। নির্বাচনি কৌশল হিসেবেই জোটের প্রতীক নেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি এবং সিদ্ধান্ত ছিল স্বতন্ত্রভাবে নির্বাচন করা।’
এ বিষয়ে জানতে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন ধরেননি। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
গত বছরের ১৮ নভেম্বর বিএনপিকে জোটগত মনোনয়নের প্রস্তাব করে ৫০ জন প্রার্থীর নামের তালিকা পাঠায় জামায়াত। ওই সময় দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘মার্কা নিয়ে আমাদের চিন্তাভাবনা করার বিষয়ে বলা হয়েছে।’
জামায়াতের নির্বাহী পরিষদের নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত ছিল জামায়াতের। যেসব আসনে জোটগত সমঝোতা হয়ে যাবে, সেসব আসনে প্রার্থিতা রেখে বাকিগুলো উহ্য রাখা হবে। পরে নভেম্বরের মাঝামাঝি জামায়াতের শীর্ষ নেতৃত্বের কাছে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়ে মনোভাব জানতে চায় বিএনপি। এরপরই জামায়াতকে ধানের শীষ প্রতীকে ভোট করার পরামর্শ দেওয়া হয়।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘২০ দলীয় জোট নির্বাচনে গেছে জোটগতভাবেই। আমার ধারণা, প্রতীক নিয়ে জামায়াতের সঙ্গে কোনও চাপ দেওয়ার ঘটনা ঘটেনি।’
তবে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়টা নিয়ে আমি ফোনে আলাপ করতে পারবো না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপিকে চাপ দেওয়ার কোনও তথ্য আমার কাছে নেই।’
স্থায়ী কমিটির আরেকজন প্রবীণ সদস্যের ভাষ্য, ‘প্রতীক নিয়ে বিএনপিকে চাপ দেওয়ার সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই। তবে হুমকি দেওয়াটা স্বাভাবিক। জামায়াত ধানের শীষ না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতো, এমন হুমকি দেওয়াটা স্বাভাবিক। তাদের কাণ্ডজ্ঞান কম।’
প্রসঙ্গত, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেওয়ায় বিএনপিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ বিষয়ে বিএনপির কাছে জানতে চাইবেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!