X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৫:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:০৮

ওবায়দুল কাদের (ফাইল ফটো) একাদশ সংসদ নির্বাচন পুরো বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবারের নির্বাচন পুরো বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পও চিঠি দিয়ে শুভেচ্ছা জানিয়ে সরকারের ধারাবাহিকতা কামনা করেছেন। তবে বিএনপি চেয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, তারা তা করতে পারেনি।’ সোমবার (২৮ জানুয়ারি) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‌‘নির্বাচনের পর অস্ট্রেলিয়া, চীন ও জাপান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। ভারতসহ সার্কভুক্ত দেশগুলোও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ অবস্থায় বিএনপি বিভিন্ন দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চিঠি দেয়। তবে তারা সাড়া পায়নি। বরং তারা যাদের চিঠি দিয়েছে, সেসব দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।’

এ সময় বিএনপিকে ছাড়া সংসদে বসার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে কয়টি আসনই পাক, সংখ্যা বড় নয়। তারা সংসদে এসে যৌক্তিক বিষয় উপস্থাপন করলে সরকার তা গ্রহণ করবে।’

সংসদে আসার অবস্থান থেকে বিএনপি সরে গেছে দাবি করে তিনি আরও বলেন, ‘সংসদে আসার অবস্থান থেকে বিএনপি নিজেই সরে গেছে। কেউ তাদের সরিয়ে দিচ্ছে না। আমরা কী তাদের জোর করে আনবো। গত পাঁচ বছর বিএনপি ছিল না, তো সংসদ কি চলেনি?’

বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী চা-চক্রের আয়োজন করেছে- বিরোধী পক্ষের এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে চা-চক্রের দাওয়াত দিয়েছেন। নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে এতে নিমন্ত্রণ করা হয়েছে। এটাকে গার্ডেন পার্টিও বলা যায়। তবে তা সংলাপ নয়। তাতে তারা কেন আসবে না, তা আমরা বুঝি না। ঐক্যফ্রন্ট ও বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দুইবার সংলাপে বসেছেন। তাদের গুরুত্ব দেওয়া হয়েছে বলেই তো বৈঠক হয়েছে। গার্ডেন পার্টিতে এলেও তাদের গুরুত্ব দেওয়া হবে। তবে তাদের প্রতিক্রিয়া শুভকর নয়। এটি তাদের নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা।’

ভোট নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্ন তোলার উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলেন নির্বাচন পক্ষপাতমূলক হয়েছে। তাহলে তিনিও কি পক্ষপাতমূলক নির্বাচনে জয়ী হয়েছেন?’

নির্বাচনে জয়ীদের সংসদের আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ভোটারদের মূল্যায়নের সম্মান দিয়ে জয়ীদের সংসদে আসা উচিত। নির্বাচনে জয়ী হয়ে সংসদে অংশ নেওয়া তাদের অধিকার। তারা অধিকার বলেই সংসদে আসবেন। কারো অনুরোধে নয়।’

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন রুশ নেতা
পুতিনের চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন রুশ নেতা
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান