X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬

ওয়ার্কার্স পার্টি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাতুড়ি মার্কা নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি। রবিবার (৩ ফেব্রুয়ারি) দলটির পলিটব্যুরোতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় নেতা কামরুল আহসান দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

কামরুল আহসান জানান, রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত দুদিনব্যাপী সভার প্রস্তাবে একথা  বলা হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে রিপোর্ট পেশ করেন। সভায় আলোচনায় অংশ নেন— পলিটব্যুরোর সদস্য  আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, আমিনুল ইসলাম গোলাপ,কামরুল আহসান, মোস্তফা লুৎফুল্লা এমপি প্রমুখ।

কামরুল আহসান বলেন, ‘পুলটব্যুরোর সভায়  নিজ দলীয় প্রতীক ‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জেলা কমিটির কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে।’

তিনি জানান, ওয়ার্কার্স পার্টি আশা করে, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরুপদ্রব পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওয়ার্কার্স পার্টি উপজেলা নির্বাচনের সামগ্রীক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি আরও  জানান, উপজেলা নির্বাচন, স্থানীয় উন্নয়ন, জনজীবনের সমস্যার প্রশ্নে স্থানীয় সরকারের সব নির্বাচনকেই তৃনমূলের জনগণ তাদের একান্ত নিজের নির্বাচন বলে মনে করে। এক্ষেত্রে কোনও প্রকার ব্যত্যয় তাদের গণতান্ত্রিক মন মানসিকতাকে আঘাত করবে। বিরোধী দলগুলো যা চাইছে, অর্থাৎ নির্বাচন সম্পর্কে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করার অপকৌশলকেই লাভবান করবে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
কেমন আছে ব্যাংক খাত
কেমন আছে ব্যাংক খাত
মোস্তাফিজদের বিদায় করে প্লে অফে মুম্বাই
মোস্তাফিজদের বিদায় করে প্লে অফে মুম্বাই
মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জমি উদ্ধার
মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জমি উদ্ধার
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব