X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয়: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

ডাকসু নিয়ে কথা বলছেন নজরুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যারা বিরোধী দল করেন সরকার তাদের নানাভাবে হেনস্তা করছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, খুন ও গুম করা হচ্ছে। এ রকম জটিল পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে আমরা বলছি, ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়। এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ড্যাবের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মাজার প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা সুরা ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত। ফলে ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে।’
সারাদেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছেন না, তেমনি দেশের ছাত্ররা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারে না।’
নজরুল ইসলাম আশা প্রকাশ করেন, ‘ছাত্রসমাজ যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে। তাদের সাহসী ভূমিকা দিয়ে আন্দোলন-সংগ্রামের সূচনা করেছে এবং সফল হতে সাহায্য করেছে। সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচনও সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে।’
তিনি বলেন, ‘যারা গণতন্ত্র চায় এবং যারা গণতন্ত্র চায় না, ডাকসু নির্বাচনের লড়াই তাদের মধ্যে হবে।’ সেই লড়াইয়ে গণতন্ত্রের সপক্ষের শক্তি নিশ্চিতভাবে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষে থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। আমরা চাইবো, যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের মত প্রকাশ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে।’
ডাকসু নির্বাচন নিয়ে দাবি মানা প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ইতিহাস হলো সরকার কোনও দাবি মানতে চায় না। ছাত্রসমাজ তাদের দাবি মানতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সরকারকে দাবি মানতে বাধ্য করবে।’

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন