X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক

মানবিক দিক বিবেচনা করে হলেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির নেতা সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য কথা করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারের কাছে আমি কোনও দাবি জানাতে চাই না। আমি মনে করি, বর্তমান সরকারপ্রধান একজন নারী এবং আরেকজন নারী (খালেদা জিয়া) তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। মানবিক দিক থেকে বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। তার বিরুদ্ধে যত মামলা আছে সেগুলো চলতে পারে, জামিনের ব্যবস্থা করা হোক এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

সাবেক এই চিফ হুইপ বলেন, ‘কোনও দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন সুষ্ঠু হতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। ১৯৭৩ সালের নির্বাচনেও এই ঘটনাই ঘটেছে। ২০১৪ সালের নির্বাচনে আমার দল অংশগ্রহণ করেনি। সেই ভোটারবিহীন নির্বাচনেও পাঁচটি বছর অতিক্রম করেছেন। আবারও ৩০ ডিসেম্বর যে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের জন্য দায়ী এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের অধীনে পুলিশ ও বিজিবি ছিল, তাহলে কী করে দিনের বেলার ভোট রাতের বেলায় করলেন। এই বিষয়টা একটা তদন্তে আনা উচিত।’

তিনি বলেন, ‘‘দেশের সুশীল নাগরিক, বুদ্ধিজীবী এবং কিছু সাংবাদিক  সরকারের সঙ্গে তাল মিলিয়ে বলেন— ‘বিএনপি পারলে আন্দোলন করুক।’ আমি বলতে চাই— বিএনপি যদি আন্দোলন করে, তাহলে বাধা আসবে। আর বাধা আসলে তারা তা প্রতিরোধ করবে। ফলে যে আন্দোলন শুরু হবে, তখন-তো আবার বলবেন না যে, বিএনপি জ্বালাও-পোড়াও,  ধ্বংসাত্মক আন্দোলন শুরু করেছে।’’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ‘ভাসানী অনুসারী পরিষদ’র মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার সরকার,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সর্দার প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ