X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপির বিদেশবিষয়ক কমিটি গঠিত, আমীর খসরু চেয়ারম্যান

সালমান তারেক শাকিল
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৯







বিএনপির লোগো ও আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের বিদেশবিষয়ক ফরেইন অ্যাফেয়ার্স কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ২১ সদস্যের এ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরেইন অ্যাফেয়ার্স কমিটির চারজন সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের নাম উদ্ধৃত হতে চাননি বলে তাদের নাম অনুল্লেখ রাখা হলো।

গত ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে এফএসি ভেঙে দেওয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী শনিবার (১৬) ফেব্রুয়ারি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রকম কিছু না, সবাই মিলেমিশেই ফরেইন উইংয়ের কাজ করেন। দ্রুতই হয়তো কমিটির বৈঠক হতে পারে। আমরা তো নিয়মিতই বসি।’

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘আমির খসরুই চেয়ারম্যান হবেন, তিনি তো আগে থেকেই কাজ করছেন। তিনি তো সিনিয়র পারসন হিসেবে আছেন।’

আগের কমিটির সব সদস্যই নতুন কমিটিতে আছেন। নতুন সদস্য হিসেবে প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছেলে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ ৫-৬ জন নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গেল সপ্তাহের বিভিন্ন দিনে প্রত্যেক সদস্যদের চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিপ্রাপ্তির কথা জানিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গত সপ্তাহে চিঠি পেয়েছি। নতুন আর কে-কে অন্তর্ভুক্ত হয়েছেন, তা বলতে পারবো না। আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান।’

২১ সদস্যের ফরেইন অ্যাফেয়ার্স কমিটিতে পুরানো সদস্যদের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, ব্যারিস্টার নওশাদ জমির, রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, মীর হেলাল, তাবিথ, জেবা খান প্রমুখ আছেন।

ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনাম আহমেদ চৌধুরীর পদত্যাগের কারণে আগের কমিটি ভেঙে দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর ইনাম আহমেদ আওয়ামী লীগে যোগ দেন। এরপরই দলের নীতি ও বৈদেশিক কাজে নতুন অগ্রগতি আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইনাম আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জোট সরকারের সময় তিনি প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানকে চেয়ারম্যান করতে চাইলে ইনাম আহমেদ চৌধুরীকে এ পদে নিয়োগের প্রস্তাব করেন রিয়াজ রহমান। এর আগে এ কমিটিতে প্রধান হিসেবে শমসের মবিন চৌধুরী ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মতো স্থায়ী কমিটির কোনও সদস্য হিসেবে আমীর খসরু দায়িত্ব পেলেন।

ফরেইন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন সদস্য মনে করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করায় স্থায়ী কমিটির একজন সদস্য, যিনি বিদেশিনীতি নিয়ে কাজ করেন; ওই নেতা অসন্তুষ্ট হয়েছেন। এ ছাড়া কোনও-কোনও সদস্য এ প্রতিবেদকের কাছে জানিয়েছেন, প্রয়োজনে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন নতুন কমিটিতে।

ক্ষুব্ধ একজন সদস্যের ভাষ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কেন্দ্র করে চীনের অনেক আগে থেকেই আপত্তি আছে। ঢাকায় তাইওয়ানের কনসুল খোলাকে কেন্দ্র করে চীনের সঙ্গে বিএনপির বিব্রতকর সম্পর্কের সৃষ্টি হয়। তবে উইংয়ের সদস্য ব্যারিস্টার নওশাদ জমির মনে করেন, ‘ওই সমস্যা এখন নেই। এরইমধ্যে পারস্পরিক আস্থার জায়গা তৈরি হয়েছে।’

স্থায়ী কমিটির একাধিক সদস্য ও দায়িত্বশীল সূত্রগুলো জানায়, নতুন গঠিতব্য কমিটিতে অঞ্চলভিত্তিক ডেস্ক কার্যক্রম শুরু করা হতে পারে।

আরও পড়ুন...
বিশেষ ‘রাজনৈতিক’ কমিটি করছে বিএনপি, বিদেশ কমিটিতে আমূল সংস্কার

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়