X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টেলিফিল্ম নিয়ে আসছেন নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৩

কামরুল হাসান নাসিম (মাঝে) বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম এবার আসছেন টেলিফিল্ম ‘শিল্পীসত্তা’ নিয়ে। দেড় বছরের বেশি সময় ধরে নির্মিত এই টেলিফিল্মের কাহিনি তিনি নিজেই লিখেছেন। করেছেন পরিচালনা এবং এমন একটি চরিত্র এই ফিল্মে ছিল, যাতে নিজেই রূপায়ণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জবাবে নাসিম বলেন, ‘চরিত্রটি করার মতো অভিনেতা ছিলেন ওপার বাংলার অঞ্জন দত্ত। তবে অনিবার্য কারণে তাকে নিয়ে করার সুযোগ হয়নি। তাই আমি নিজেই করে দিলাম।’
নাসিম জানিয়েছেন, শিল্পীসত্তা মূলত বাংলাদেশের পপ মিউজিকের উপর নির্মিত। বাংলার ব্যান্ড সঙ্গীতের ইতিহাস আদপান্ত, একটা কাল্পনিক চরিত্র, সাসপেন্স– সব কিছুই থাকবে এই ফিল্মে। তবে পাণ্ডুলিপি অনুযায়ী ফিল্মের কাজ শেষ করা সম্ভবপর হয়নি। শিল্পীদের শিডিউল সমস্যা, নিজের ব্যস্ততার কারণে মূল গল্প নিয়ে কাজ করা সম্ভব হয়নি। সেটা করা গেলে এই টেলিফিল্ম অসাধারণ হয়ে উঠত বলে নাসিম মনে করেন। তবুও বাংলাদেশ স্ট্যান্ডার্ডে এই টেলিফিল্মটি সাড়া জাগানোর মতো কিছু হবে বলে বিশ্বাস তার।

ব্যয়বহুল এই টেলিফিল্মে প্রায় আড়াই হাজার মানুষের অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। তার মধ্যে ৩৫টি চরিত্রের উপস্থিতি থাকছে বলে কবি কামরুল হাসান নাসিম জানিয়েছেন।

লেখক, আবৃত্তিকার নাসিম এই টেলিফিল্মের সঙ্গে থাকা সব শিল্পী, কলাকুশলীদের এক বার্তায় ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২২ সালের পর বাংলাদেশ, বলিউড, টালিউড ও হলিউডের শিল্পীদের নিয়ে তারই প্রকাশিতব্য উপন্যাস ‘পাগলা রাজার কাহিনী’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন।  ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি মোট ছয়টি টেলিফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। নাসিমের পরবর্তী টেলিফিল্মের কাজ মার্চে শুরু হতে যাচ্ছে।

শিল্পীসত্তা মার্চের প্রথম সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে এই মাসেই কেএইচএন সেক্রেটারিয়েটে প্রিমিয়ার শো হবে। একটি সংবাদ সম্মেলনও করবেন তিনি। টেলিভিশন সঞ্চালক হওয়া, ডকুমেন্টারি নির্মাণ করার অভিজ্ঞতা থাকলেও টেলিফিল্ম রচনা, পরিচালনা ও অভিনেতা হিসেবেও নাসিমের অভিষেক হতে যাচ্ছে।

শিল্পীসত্তায় গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন– শাহেদ, শতাব্দী ওয়াদুদ, নওশীন, হিল্লোল, এটিএম রাসেল, জিদান। তাদের সঙ্গে থাকছেন সাতজন প্রতিভাধর উঠতি গ্ল্যামারাস নারী চরিত্র এবং কামরুল হাসান নাসিম। চিত্রগ্রাহক হিসেবে শাহরিয়ার মানিক ও জুয়েল ছিলেন। আর সহকারী পরিচালক হিসেবে টাব্বু এবং কবি মেহরাব পিয়াস কাজ করেছেন।

 

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা