X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিলুপ্ত হলো জবি শাখা ছাত্রলীগের কমিটি

জবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিলুপ্তির ঘোষণা কেন্দ্রীয় ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ক্যাম্পাসে সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’

একইসঙ্গে দ্রুত গ্রহণযোগ্য, মেধাবী, সৃজনশীল ও মানবিক নেতৃত্ব উপহার দেওয়া হবে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু, কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এর নেতা-কর্মীরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও ক্যাম্পাসের বাইরে টেন্ডারবাজি, চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে। এরই ওপর ভিত্তি করে গত বছরের ৩ এপ্রিল নগর ভবনে টেন্ডার নিয়ে মারামারির ঘটনায় কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ, পরে সেদিন সন্ধ্যার দিকে এ আদেশ প্রত্যাহারও করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরপর বেশ কিছু বিশৃঙ্খলা থাকলেও চলতি মাসে ফের উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। এতে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ছাত্রলীগ নেতা, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি পুনরায় কমিটি স্থগিত ও তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরইমধ্যে গতকাল ১৮ ফেব্রুয়ারি আবার সংঘর্ষে লিপ্ত হয় দু'পক্ষ। এতে সাংবাদিক সাধারণ শিক্ষার্থীসহ আহত হন অন্তত ৫০।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে