X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগীয় তদন্তের দাবি ড. কামালের, সরকারের সমালোচনা রাজনীতিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯

ড. কামাল হোসেন চকবাজারে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি  ড. কামাল হোসেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এ দবি জানান।
লতিফুল বারী হামিম স্বাক্ষরিত বিবৃতিতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু আগুনের ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান।
এদিকে, রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ায়  যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বি. চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার কথা জেনে আমি দুঃখিত ও মর্মাহত হয়েছি।’
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ‘দেশবাসী এর আগেও লক্ষ্য করেছে যে, পুরান ঢাকায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগে বহুসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। তারপরেও সরকারের টনক নড়েনি। তখন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু সেই তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি।’

তিনি বলেন, ‘সবাই একমত যে, জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গুদাম বা দোকান থাকা উচিত নয়। তা সত্ত্বেও পুরান ঢাকার জনবসতি এলাকায় কেমিক্যালের গুদাম বা দোকান থাকে কী করে? এ ব্যাপারে সরকারই সিংহভাগ দায়ী। সরকারের অবহেলা ও অদূরদর্শিতার কারণেই একশ্রেণির অর্থলোভী ব্যবসায়ী জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গুদাম তৈরি করে ব্যবসা করছে। অবিলম্বে এসব দোকান ও গুদাম বন্ধ করে দেওয়া উচিত।’

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ এক বিবৃতিতে বলেছেন, আবাসিক এলাকায় ক্যামিক্যাল গোডাউন নিয়ে ভাবার সময় এসেছে। তিনি বলেন, ‘রাজধানীতে কোনটা আবাসিক এলাকা আর কোনটা ব্যবসায়িক এলাকা, তা বোঝা বড় দায়। সরকারের উচিত অন্তত বিপজ্জনক ক্যামিক্যাল জাতীয় জিনিসের জন্য পৃথক অঞ্চল ঘোষণা করা। মানুষের জীবন সবার আগে।’

পুরান ঢাকার চকবাজারে রাজ্জাক ভবনে  আগুন লাগার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আসল  ঘটনা বের করে আনতে হবে। কী কারণে আগুন লেগেছে।’

এছাড়া, চকবাজারে আগুনের ঘটনায় সরকার সমর্থক ও বিরোধী দলগুলোর অনেক নেতাই ঘটনার তদন্তে শক্তিশালী টিম গঠনের দাবি জানিয়েছেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক