X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চকবাজারের ঘটনা ভয়াবহ: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

চকবাজারে আগুনে দগ্ধদের খোঁজ নিতে ঢামেকে ড. কামাল হোসেন

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনাটি অনেক বড় ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষ। কেউ কেউ বলছেন এই ঘটনায় ২০০ জন মারা গেছে। ৬৭টি মৃত্যুও কম নয়।’

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে আগুনে দগ্ধদের দেখতে যান তিনি।

ড. কামাল বলেন, ‘এর আগে ২০০৯ সালের নিমতলীর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কী কী সুপারিশ করেছিল, সেগুলো কার্যকর বা বাস্তবায়ন করা হয়েছিল কিনা, সব জানার পর মিডিয়াকে জানাবো আমরা।’

এসময় তিনি হাসপাতালের মর্গের সামনে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে সর্বশেষ পরিস্থিতির খোঁজ-খবর নেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা লাশ শনাক্ত, হস্তান্তরসহ অন্যান্য তথ্য ড. কামাল হোসেনকে জানান।

যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী হাবিব বলেন, ‘নিমতলী ট্রাজেডির পর ২০১০ সালে কেমিক্যাল প্লাস্টিক কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী, কোন পর্যায়ে রয়েছে, তার খোঁজ নিয়ে প্রেস ব্রিফিং করবেন ড. কামাল হোসেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন— গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া,আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

 

 

 

টিওয়াই/এসএমএ/ এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!