X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘরেই ‘উপেক্ষিত’ ঐক্যফ্রন্টের গণশুনানি

আদিত্য রিমন
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করেননি ফ্রন্টের বড় শরিক বিএনপির অনেক প্রার্থী। এমনকি ২০ দলীয় জোটের তিন জন প্রার্থী ছাড়া বাকিদের কারও দেখা মেলেনি গণশুনানিতে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি শেষে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, শুনানিতে আসা অভিযোগকারীদের বক্তব্য তারা বই আকারে প্রকাশ করবেন।

শুনানিতে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কোনও মন্তব্য না করলেও ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা বলছেন, এ বিষয়ে তাদের সঙ্গে বিএনপি কোনও আলোচনা করেনি। এ কারণে শুনানিতে অংশগ্রহণের প্রয়োজনীয়তা মনে করেননি তারা।

জানতে চাইলে জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই যে গণশুনানি, কিসের ওপরে গণশুনানি হবে, আমরা কিসের ওপর বক্তব্য দেবো, সেই বিষয়ে তো কোনও কিছু আমাদের জানানো হয়নি। এছাড়া, গণশুনানি যে হবে, তা নিয়ে তো ২০ দলীয় জোটে কোনও আলোচনা হয়নি। গণশুনানির একদিন আগে ফোন করে বলা হলো—আগামীকাল শুনানি আছে, আপনি আসবেন। তাহলে কি সেই শুনানিতে যাওয়া যায়?’

গণশুনানিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা

কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণশুনানি আমার কাছে বিলম্বিত বিষয় মনে হয়েছে। কারণ, এর আগেই আমি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনে অনিয়মের বিষয় নিয়ে লেখালেখি, ভিডিও দিয়েছি। তাছাড়া, আমি অসুস্থতার কারণে যেতে পারিনি। যদিও যাওয়ার ইচ্ছা ছিল।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট শরিকদের ৪০টি আসন ছেড়ে দেয় বিএনপি। এরমধ্যে জামায়াত ২২টি, এলডিপি পাঁচটি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নিবন্ধিত অংশ তিনটি ও অনিবন্ধিত অংশ একটি, খেলাফত মজলিসকে দুটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ জাতীয় পার্টি একটি, এনপিপি একটি, পিপিবি একটি, জাতীয় পার্টি (কাজী জাফর) দুটি ও লেবার পার্টি একটি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। এসব দলের মধ্যে লেবার পার্টির এক অংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কুষ্টিয়া-২ আসনের আহসান হাবিব লিংকন (জাপা- কাজী জাফর), এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ ছাড়া গণশুনানিতে আর কাউকে দেখা যায়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব) মাহবুবুর রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ গণশুনানিতে অংশ নেননি। এই বিষয়ে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র দুজনের কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি।
গণশুনানিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা জানতে চাইলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। কেন আসেননি তা বলতে পারবো না। এছাড়া, সবাই যে সব জায়গায় থাকবে, এমন কথাও তো নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তো গণশুনানিতে ছিলেন।’

এদিকে, ঐক্যফ্রন্টের গণশুনানিতে উপস্থিত ছিলেন না গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। এদের মধ্যে সুলতান মনসুর মৌলভীবাজার-২ ‍ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে, আর সিলেট-২ আসন  থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান। এই বিষয়ে জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমি সিলেটে আছি। আমার এলাকায় একটি বৃত্তি দেওয়ার প্রোগ্রাম আছে। এই কারণে আমি আসতে পারি নাই।’ অন্যদিকে, সুলতান মনসুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।   

বাম নেতারাও অংশ নেননি

গণশুনানিতে অংশ নিতে বাম দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। বাম নেতাদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মুবিনুল) নেতা মুবিনুল হায়দার চৌধুরী, সুধাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু এবং সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হককে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাদের কাউকেই শুনানিতে দেখা যায়নি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকায় যেতে পারি নাই। ঐক্যফ্রন্টের যারা আমাদের ফোন করেছিল তাদের বলেছি, আমরা আপনাদের শুনানির সাফল্য কামনা করি। এছাড়া, রাজপথে কোনও আন্দোলন গড়ে উঠলে তখন ঐক্য হতেই পারে।’
প্রসঙ্গত, গণশুনানিতে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন ড. এমাজউদ্দীন আহমদ, ড. নুরুল আমিন বেপারী, ড. মহসিন রশীদ, ড. আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড. আসিফ নজরুল।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়