X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি ন্যায্য দাবি: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

গণশুনানিতে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি অত্যন্ত ন্যায্য দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আজকের (শুক্রবার) গণশুনানিতে যে কথা সবাই বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি ছিল— খালেদা জিয়ার মুক্তি। এটা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবি। এটা দুঃখজনক যে, স্বাধীনতার ৪৮ বছরেও আমাদের এই ধরনের দাবি করতে হচ্ছে, যারা গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছেন।’

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সুপ্রিম কোর্টের মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে  ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন। এই গণশুনানিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা ৪৩ জন প্রার্থী তাদের নির্বাচনি আসনের বিভিন্ন ‘অনিয়ম’ তুলে ধরেন। ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ধানের শীষের প্রার্থীদের গণশুনানিতে আমন্ত্রণ জানানো হয়।

গণশুনানিতে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন— ড. এমাজউদ্দীন আহমদ, ড. নুরুল আমিন বেপারী, ড. মহসিন রশীদ, ড. আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড. আসিফ নজরুল।

কামাল হোসেন বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র যেখানে থাকে, যারা সরকারে থাকে— তারা অনেক কিছু করে। তাদের কোনও জবাবদিহিতা করতে হয় না। কিন্তু বিরোধী দলে যারা থাকে— তাদের যেনতেন ভালো কথা বললে হয় না। দেশে কত লোক বন্দি অবস্থায় আছে। কোনও কারণ না দেখিয়ে বন্দি করে রাখা হয়েছে। একটা দেশের যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, তা ফেরানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ ও আন্দোলনও করে যাচ্ছি।’    

স্বাধীন দেশে জনগণ ক্ষমতার মালিক বলে উল্লেখ করে ঐক্যফ্রন্টের  নেতা বলেন,‘সেটা যদি না থাকে, তাহলে দেশ স্বাধীন সেটাও দাবি করা যায় না। নামকাওয়াস্তে আমরা স্বাধীন থাকবো। আসলে এটা একটা পরাধীন রাজ্যে পরিণত হবে, যদি আমরা সেটা পুনরুদ্ধার করতে না পারি। তবে অবশ্যই আমরা এই অবস্থায় থাকবো না।’

বর্তমান আওয়ামী লীগের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি। এর জন্য গর্ববোধ করি। কিন্তু আজকের আওয়ামী লীগকে দেখে দুঃখ ও লজ্জা পাই। এখন দেশে যা হচ্ছে, তাতে আওয়ামী লীগের কোনও ভূমিকা নেই। এখানে এক ব্যক্তি ও প্রশাসনের লোকজনের ভূমিকা রয়েছে।’ 

দেশের প্রশাসন একব্যক্তির সেবক হিসেবে কাজ করছেন দাবি করে গণফোরামের সভাপতি বলেন, ‘আজকের প্রশাসনে ভদ্র লোকেরা নেই। তারা একব্যক্তির সেবক হিসেবে কাজ করছেন। আমি প্রশাসনের লোকদের বলবো, আয়নায় নিজের চেহারা দেখেন। নিজের চেহারা দেখেতো ঘৃণা করা উচিত।’

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে আরও  উপস্থিত ছিলেন—  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি  কাদের সিদ্দিকী, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড. রেজা কিবরিয়া, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি