X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শপথ নিলে মনসুর-মোকাব্বিরের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা: মন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২০:২৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৩৬

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আমরা প্রতারণা করতে পারবো না। জনগণ যে আস্থা আমাদের ওপর রেখেছেন, সেই আস্থার আমরা খেয়ানত করবো না।’

রবিবার (৩ মার্চ) বিকালে রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আর সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।

একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১০ নভেম্বর গণফোরামের প্রাথমিক সদস্য হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। তার প্রাথমিক সদস্য হওয়ার কাগজ দেখিয়ে মন্টু বলেন, “আমাদের দলের সদস্য হওয়ার আবেদন ফরমে লেখা আছে, ‘আমি গণফোরামের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে, সর্বদা দলের গঠনতন্ত্র, কর্মসূচি, নিয়ম-কানুন, আদেশ-নির্দেশ ও দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করে এর প্রাথমিক সদস্য হওয়ার জন্য আবেদন করছি।’”

মন্টু বলেন, ‘তাহলে এখন আমাদের দল গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত হচ্ছে শপথ না গ্রহণ করার। তাহলে সেই সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুর শপথ গ্রহণ করলে আমরা তার বিরুদ্ধে দলীয় ও আইনগত পদক্ষেপ নেবো।’

গণফোরামের গঠনতন্ত্রের ৮ ধারায় বলা হয়েছে, ‘কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।’

গণফোরামের প্রাথমিক সদস্য হন মনসুর দলীয় সিদ্ধান্ত হচ্ছে সংসদে না যাওয়া উল্লেখ করে গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘এটাতে কারও দ্বিমতের কোনও অবকাশ নেই। যারা শপথ নিতে যাচ্ছেন তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে করছেন। এটা দলীয় সিদ্ধান্ত না।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের সঙ্গে আমরা প্রতারণা করবো না। ৭ দফা দাবির প্রতি আস্থা রেখে আমরা নির্বাচন করেছিলাম। এখন হঠাৎ কী কারণে সরকারের প্রতি তারা আস্থাশীল হয়ে শপথ নিতে যাচ্ছে, আমি জানি না।’

মোকাব্বির খানের বিষয়ে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা আজকে তাকে মিটিং ডেকেছিলাম। কিন্তু তিনি সভায় আসেননি। তিনি শপথগ্রহণ করলে তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।’

এ দুজন শপথ নিলে তাদের সদস্যপদ বাতিল করতে স্পিকার ও নির্বাচন কমিশনে গণফোরাম চিঠি দেবে কিনা জানতে চাইলে মন্টু বলেন, ‘অবশ্যই আমরা আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। তবে দলের সভাপতি ড. কামাল হোসেনসহ বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবো আমরা।’

আরও পড়ুন: মনসুর-মোকাব্বিরের শপথ: জাতীয় ঐক্যফ্রন্ট যে কারণে নির্ভার

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া